RRB Group-D Recruitment 2024: রেলে ১ লাখ গ্রুপ-ডি নিয়োগ, মাধ্যমিক পাশে মিলবে চাকরি, বিস্তারিত আপডেট দেখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RRB Group D Recruitment Update 2024: রেলে চাকরি করার ইচ্ছা সবারই থাকে, কিন্তু সবার সেই ইচ্ছা পূরণ হয় ওঠে না। RRB ভারতীয় রেলওয়েতে চাকরির একটু দুর্দান্ত সুযোগ করে দিয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে গ্রুপ-ডি পদে প্রায় ১ লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগের আপডেট উঠে এসেছে

এই পদগুলির মধ্যে সহকারী পদ, লেভেল ওয়ান পোস্টিং, বিভিন্ন কারিগরি বিভাগ, সহকারী হেল্পার, ট্র্যাক রক্ষণাবেক্ষক গ্রেড-IV ইত্যাদি পোস্টগুলি রয়েছে। আশা করা যায় অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই নিয়োগের জন্যে RRB এর তরফ থেকে।

আজকের এই প্রতিবেদনে আমরা জানিয়ে দেব এখানে কোন কোন পদ থাকবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কি লাগবে, আবেদন পদ্ধতি, আবেদন ফি, এক্সাম প্যাটার্ন সংক্রান্ত সমস্ত বিষয়। তাই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

পদের নামVarious
মোট শূন্যপদ১০৩৭৬৯ টি
বেতনপদের উপর নির্ভর করবে
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ
আবেদনের শেষ তারিখনভেম্বর-ডিসেম্বর, ২০২৪
আবেদন পদ্ধতিঅনলাইন

পদের নাম ও শূন্যপদ

  • এখানে যে সমস্ত পদে নিয়োগ হবে সেগুলি হল সহকারী পদ, লেভেল ওয়ান পোস্টিং, হেল্পার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ট্রাক মেইনটেনেন্স গ্রেড-IV ইত্যাদি। 
  • এখানে মোট শূন্যপদের সংখ্যা ১০৩৭৬৯ টি। তবে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে শূন্যপদ বাড়তেও পারে বা কমতেও পারে।

শিক্ষাগত যোগ্যতা

রেলওয়ে গ্রুপ-ডি পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে অথবা যেকোন সরকারি প্রতিষ্ঠান থেকে আইটিআই পাশ করে থাকতে হবে বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

বেতন কাঠামো

যেহেতু এখনো অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তাই বেতন সম্পর্কে নির্দিষ্ট তথ্য এখনই বলা যাচ্ছে না। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য কিছু কিছু পদের জন্য বয়স লাগবে নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর এবং কিছু কিছু পদের জন্য বয়স লাগবে নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীরা বয়সের ছাড় পাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • SC/ST- ৫ বছর
  • OBC- ৩ বছর
  • PWD- ১০ বছর

নিয়োগ প্রক্রিয়া

এখানে মূলত চারটি ধাপের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। ধাপগুলি হল-

  • লিখিত পরীক্ষা,
  • ইন্টারভিউ,
  • মেডিকেল পরীক্ষা এবং
  • ডকুমেন্ট ভেরিফিকেশন

লিখিত পরীক্ষার সিলেবাস

বিষয়প্রশ্ন সংখ্যানম্বরসময়
সাধারণ বিজ্ঞান২৫২৫ 

৯০ মিনিট

গণিত২৫২৫
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং৩০৩০
জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স২০২০

আবেদন প্রক্রিয়া

এই পদে আবেদন করার জন্য আপনাকে RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে এসে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার নিজের সমস্ত তথ্য দিয়ে এবং সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে এবং অবশেষে আবেদন ফ্রি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। RRB এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমাদের প্রতিবেদনে নিচে দেওয়া আছে, আপনারা সরাসরি সেখান থেকে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন।

আবেদন ফি

RRB গ্রুপ-ডি পদে আবেদন করার জন্য আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে। বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন ফি ভিন্ন ভিন্ন রয়েছ। কিন্তু এখানে প্রথম ধাপের পরীক্ষার পর আবেদনকারীরা তাদের আবেদন ফি তাদের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবে। নিচে আবেদন ফি সম্পর্কে আলোচনা করা হলো – 

ক্যাটাগরিআবেদন ফি
General / OBC / EWS৫০০/-
SC / ST২৫০/-

গুরুত্বপূর্ণ তারিখ

  • বিজ্ঞপ্তি প্রকাশিত- অক্টোবর-নভেম্বর, ২০২৪
  • আবেদন শুরু- অক্টোবর-নভেম্বর, ২০২৪
  • আবেদন শেষ- ডিসেম্বর, ২০২৪

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

Leave a Comment