ইয়ং প্রফেশনাল পদে চাকরির একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়াতে এই নিয়োগ করা হবে। ভারতের খেলো ইন্ডিয়ার আন্ডারে প্রতি বছরই বেশ কয়েকবার ইয়ং প্রফেশনাল এবং অন্যান্য পদে নিয়োগ করা হয়।
এর আগেও স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া (SAI) তে নিয়োগ করা হয়েছে। তখনও আমরা ঐ সমস্ত নিয়োগের আপডেট দিয়েছিলাম। আজকের এই নিয়োগের বিস্তারিত আপডেট জানানো হবে। জেনে বুঝে তারপর আবেদন করবেন।
পদের নামঃ ইয়ং প্রফেশনাল (Young Professionals- General Management)
বেতনঃ প্রতি মাসে 40,000 – 60,000 টাকা
বয়সসীমাঃ ইয়ং প্রফেশনাল পদে চাকরির আবেদন করতে হলে আবেদনকারীর বয়স 35 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে দুই বছরের পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
শুন্যপদঃ 50 টি
আবেদন প্রক্রিয়াঃ
ইচ্ছুক এবং শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবে। 24 এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং আগামী 12 মে তারিখ পর্যন্ত আবেদন চলবে।
আবেদনকারীদের সুবিধার্থে প্রতিদিনকার মতো আজকেও আবেদন করার অফিসিয়াল লিংক নিচে দেওয়া হল। ঐ লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারা যাবে।
আবেদন করার সময় বেশ কিছু দরকারি ডকুমেন্ট স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
আবেদন করার সময় যেসমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবেঃ
(1) Candidate details.
(2) Document for DOB.
(3) Online application printout.
(4) Mark sheet of postgraduate degree.
(5) Degree certificate of post-graduation course
(6) Mark sheet of graduation degree.
(7) Degree certificate of graduation course.
(8) Work experience if any.
(9) Documents supporting sports achievement if any
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 24.04.2022 |
আবেদন শুরু | 24.04.2022 |
আবেদন শেষ | 12.05.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-