স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (Steel Authority of India Limited- SAIL) এর তরফ থেকে সম্প্রতি নতুন এক নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাকে প্রথমেই জানিয়ে দিই এটি একটি ভারত সরকারের পাবলিক সেক্টরের অধীনে পরিচালিত একটি সংস্থা।
আজকের এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগের ক্ষেত্রে ঠিক কোন পদে এবং কোন কোন ডিসিপ্লিনে নিয়োগ করা হচ্ছে, বেতন কত করে দেওয়া হবে, আবেদনকারীর বয়স কত থাকতে হবে ইত্যাদি তথ্য গুলি বিস্তারে জানানো হবে।
SAIL Management Trainee Recruitment
SAIL নিয়োগের বিস্তারিত তথ্য (SAIL Recruitment Details)
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainee)
যে সমস্ত ডিসিপ্লিনের নিয়োগ করা হবে:
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering)
- মেটাললার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (Metallurgical Engineering)
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (Electrical Engineering)
- ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (Instrumentation Engineering)
বয়সসীমা: 23.11.2022 তারিখ অনুযায়ী আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স 18 থেকে 28 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST শ্রেণীরা পাঁচ বছরের এবং OBC শ্রেণীরা তিন বছরের ছাড় পেয়ে যাবে।
বেতন: প্রতিমাসে 50,000 – 1,60,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 65% নম্বর সহ নির্দিষ্ট ডিসিপ্লিন অথবা বিষয়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকলেই উক্ত পদের জন্য আবেদন করা যাবে।
শূন্যপদ: 245 টি (UR-89, ST-28, SC- 42, OBC-65, EWS-21)
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারী চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে বাছাই করে উক্ত পদের জন্য নিয়োগ করানো হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) যোগ্যতা সম্পন্ন এবং ইচ্ছুক চাকরি প্রার্থীরা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
(2) অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমেই আবেদনকারীকে মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
(3) রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আবেদন করার মেন পেজ খুলে সেখানে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ দরকারী তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করার সময় দরকারী সমস্ত ডকুমেন্টস গুলি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
আবেদন ফি:
General, OBC, EWS শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে 700 টাকা এবং SC, ST, ESM, PwBD শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে 200 টাকার আবেদন ফি পেমেন্ট করতে হবে।
আবেদন শেষ: 23.11.2022 (২৩ নভেম্বর ২০২২)
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links: 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ SAIL অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের জেলা পরিষদে চাকরি- ২৪ হাজার টাকা বেতন
🎯 ধর্না দিয়েই চাকরি পেল ৮৫০ জন
🎯 পোস্ট অফিসে গ্রুপ-C এবং গ্রুপ-D নিয়োগ