Steel Authority of India Limited (SAIL) এর একটি ইউনিট হল Centre for Engineering & Technology (CET), । CET এ কনসালটেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি চুক্তি ভিত্তিক হবে। প্রার্থীদের ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- SAIL/CET/PER/RECTT/1/2023
নোটিশ প্রকাশের তারিখ- 13.10.2023
যে পদে নিয়োগ করা হবে
1. কনসালটেন্ট / CONSULTANTS
শূন্যপদ
এখানে 5 টি শূন্যপদ রয়েছে। নীচের প্রতিটি বিভাগে 1 টি করে শূন্যপদ রয়েছে।
Civil & Structural, Electrical, Refractory, এবং Iron / Steel / Coal-Coke-Chemical/ Technology বিভাগে 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
SAIL এর পুরোনো কর্মী হলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা
সর্বোচ্চ 64.5 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম
প্রার্থীদের মাসিক 50,000 টাকা থেকে 1,00,000 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা
6 মাসের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 5 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে।
সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে একটি পিডিএফ বানিয়ে নীচের মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠানোর মেল
আবেদনের সময়সীমা
03/11/2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
ইন্টারভিউয়ের তারিখ
10/11/2023 তারিখে এখানে ইন্টারভিউ নেওয়া হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 প্রধানমন্ত্রী লাইব্রেরীতে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 ৫ হাজার শূন্যপদে WBPSC এর মাধ্যমে ক্লার্কশিপ এর চাকরি, শুরু হলো নিয়োগের প্রস্তুতি
👉 রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি! শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন