রামকৃষ্ণ মিশনে পার্ট টাইম শিক্ষিকা নিয়োগ, কোন কোন বিষয়ে নিয়োগ হবে দেখুন

Sarisha Ramakrishna Mission Female Assistant Teacher Recruitment

রাজ্যের দক্ষিণ 24 পরগণা জেলার সরিষার রামকৃষ্ণ মিশন সারদা মন্দির বালিকা বিদ্যালয়ে পার্ট টাইম পদে শিক্ষিকা নিয়োগ করা হবে। মোট 14 টি বিষয়ে এখানে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এখানে কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

যেসব পদে নিয়োগ হবে

অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিম্নোক্ত বিষয়গুলিতে নিয়োগ করা হবে।

I. ইংরেজি (ENGB) 

II. বাংলা (BNGA)

III. ফিজিক্স (PHYS- for Science)

IV. কেমিস্ট্রি (CHEM- for Science)

V. গণিত (MATH- for Science)

VI. BIOS (for Science)

VII. স্ট্যাটিসটিক্স (STAT- for Science)

VIII. কম্পিউটার সায়েন্স (COMP SC.- for Science)

IX. ইতিহাস (HIST- for Arts)

X. ভূগোল (GEOG- for Arts)

XI. রাষ্ট্র বিজ্ঞান (POL SC.- for Arts)

XII. দর্শন (PHIL – for Arts)

XIII. অর্থনীতি (ECON- for Arts)

XIV. নিউট্রিশন (NUTRITION- for Arts)

মোট শূন্যপদ

প্রতিটি বিষয়ের জন্য 1 টি করে শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে 14 টি শূন্যপদ আছে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের ভারতের মহিলা নাগরিক হতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট অথবা মাস্টার্স ডিগ্রির সাথে B.Ed করে থাকতে হবে।

বয়সসীমা

40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেনিদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। 

বেতন কাঠামো

এই ব্যাপারে বিজ্ঞপ্তিতে কোনো পে স্কেলের কথা বলা হয়নি। আলোচনার ভিত্তিতে বেতন ঠিক করা হবে।

নিয়োগ পদ্ধতি

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার ফর্মটি অফিসিয়াল বিজ্ঞপ্তির তিন নম্বর পেজে দেওয়া আছে। তাই প্রথমে সেটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। তারপর ফিলাপ করে সাথে প্রয়োজনীয় নথি এবং ছবি যুক্ত করে হাতে করে স্কুল অফিসে দিয়ে আসতে হবে।

আবেদনের সময়সীমা

25 এপ্রিল, 2023 তারিখের মধ্যে আবেদনপত্রটি হাতে করে স্কুল অফিসে দিয়ে আসতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ

i) 27.04.2023 : PHYS, CHEM, POL SC., PHIL
ii) 28.04.2023 : MATH, BIOS, HIST, GEOG
iii) 29.04.2023 : STAT, COMP SC., ECON, NUTRITION

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 More Jobs 👇👇