রাজ্যের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে চুক্তি ভিত্তিক পদে টিচিং স্টাফ নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। SNTCSSC তে UPSC দ্বারা পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষার কোচিং দেওয়া হয়। এই নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 142/CEPM/15/ Part-I/13-14
নোটিশ প্রকাশের তারিখ- 29.08.2023
যে পদে নিয়োগ হবে
ফ্যাকাল্টি / Faculty, এখানে Economics, Geography এবং History (Ancient India) বিষয়ে ফ্যাকাল্টি নিয়োগ করা হবে।
শূন্যপদ
তিনটি বিষয়ের জন্য 1 টি করে মোট 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি স্তরে কমপক্ষে 55% নম্বর সহ ভাল একাডেমিক রেকর্ড থাকতে হবে। সাথে বেসিক কম্পিউটার স্কিল এবং UPSC সিলেবাস সম্পর্কে ধারণা থাকতে হবে।
মাসিক বেতন
মাসে 60,000 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা
1 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 2 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।
সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এর সাথে, ফিলাপ করা আবেদনপত্রটি প্রয়োজনীয় নথি সংযুক্ত করে ইমেলেও পাঠাতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা
Course Director, Satyendra Nath Tagore Civil
Services Study Centre (SNTCSSC), Netaji Subhas Administrative Training Institute, Government of West Bengal, FC Block, Sector – III, Salt Lake, Kolkata – 700106
ইমেল পাঠানোর ঠিকানা
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন করা যাবে 21/09/2023 তারিখের 04:00 PM এর মধ্যে এখানে আবেদন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅রআবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 450 টি শূন্যপদে RBI ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
👉 ইন্টারভিউয়ের মাধ্যমে ICSI এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করুন
👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে 14 ধরনের পদে চাকরি, 25 সেপ্টেম্বর অবধি আবেদন চলবে
👉 রাজ্যে ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটে সার্ভেয়ার পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ