স্টেট ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ | SBI Recruitment 2023

SBI Recruitment 2023

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (SBI) দুই ধরণের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না প্রার্থীদের, কেবলমাত্র ইন্টারভিউয়ের উপর ভিত্তি করেই নিয়োগ করা হবে এখানে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

SBI Bank নিয়োগের বিস্তারিত তথ্য

1. ক্রেডিট ফিনান্সিয়াল অ্যানালিস্ট / Credit Financial Analyst

শূন্যপদ- মোট 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Chartered Accountant (CA)/ MBA(Finance) or equivalent / PGDM (Finance) ডিগ্রি থাকতে হবে। সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য 27 থেকে 37 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও OBC প্রার্থীদের 3 বছর এবং SC, ST প্রার্থীদের 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- প্রার্থীদের ₹63840-1990/5-73790-2220/2-78230 টাকা হিসেবে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ স্থান- মুম্বাই অফিসে নিয়োগ করা হবে প্রার্থীদের।

2. ফ্যাকাল্টি এক্সিকিউটিভ এডুকেশন / Faculty (Executive Education)

শূন্যপদ- মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের যেকোন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। তবে MBA ডিগ্রি থাকলে মিলবে অগ্রাধিকার। সাথে 3 বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য 28 থেকে 55 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও OBC প্রার্থীদের 3 বছর এবং SC, ST প্রার্থীদের 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- প্রার্থীদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে 25 থেকে 40 লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ স্থান- কলকাতা অফিসে নিয়োগ করা হবে প্রার্থীকে।

নিয়োগ পদ্ধতি

উপরের দুই পদের জন্যই কেবলমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://bank.sbi/careers ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্য

এখানে কেবলমাত্র GEN/ EWS/ OBC প্রার্থীদের 750 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদন চলবে – 08.08.2023 থেকে 29.08.2023 তারিখ পর্যন্ত।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

✅ ক্রেডিট ফিনান্সিয়াল অ্যানালিস্টে নোটিশ: Download

ফ্যাকাল্টি এক্সিকিউটিভ এডুকেশনে নোটিশ: Download

✅ ক্রেডিট ফিনান্সিয়াল অ্যানালিস্টে আবেদন: Apply Now

ফ্যাকাল্টি এক্সিকিউটিভ এডুকেশনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ভারতীয় রেলওয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 

👉 মাদ্রাসা শিক্ষক নিয়োগের পরীক্ষা কবে? জানা গেল গুরুত্বপূর্ণ আপডেট

👉 কলকাতা মেট্রো রেলে চাকরি, কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ

👉 শিশু হেল্পলাইনে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ

👉 মাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে গ্রুপ-D পদে চাকরি

Previous article১১ হাজার শূন্যপদের প্যানেল থেকে B.Ed-দের কি বাদ দেওয়া হবে? কি বলছে প্রাইমারি পর্ষদ?
Next articleভারতের সেরা ৮ টি বেশি বেতনের সরকারি চাকরি, কি কি চাকরি জেনে নিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here