উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর সাব ডিভিশনে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার (SC,ST, OBC) দপ্তরে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানকার নিয়োগটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 2478 BCW/BST
নোটিশ প্রকাশের তারিখ- 15/09/2023
যে পদে নিয়োগ হবে
অ্যাডিশনাল ইন্সপেক্টর / Additional Inspector
যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের, অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর, এক্সটেনশন অফিসার, হেড ক্লার্ক হয়ে থাকতে হবে।
বয়সসীমা
1 অক্টোবর, 2023 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স 64 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন
প্রতি মাসে 12,000 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
নিয়োগ স্থান
এই জেলার যে কোনো ব্লক অথবা মিউনিসিপ্যালিটিতে কর্মীকে নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা
1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানের পদটির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। এই প্রতিবেদনের নীচে থাকা লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন। নোটিশের 3 নং পাতায় থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন।
এরপর ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে, সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে।
ইন্টারভিউয়ের দিন এবং সময়
1) ব্যারাকপুর সাব ডিভিশনের জন্য, 11.10.2023 তারিখের, সকাল 10.30 টার সময় প্রার্থীদের রিপোর্ট করতে হবে।
2) বারাসাত এবং বসিরহাট সাব ডিভিশনের জন্য, 12.10.2023 তারিখের, সকাল 10.30 টার সময় প্রার্থীদের রিপোর্ট করতে হবে।
ইন্টারভিউয়ের ঠিকানা
Conference Hall No-2. Administrative Building Barasal, North 24 Pargana
প্রয়োজনীয় নথি
1. বাসিন্দা প্রমাণ
2. ভোটার আইডি
3. শিক্ষাগত যোগ্যতা
4. অভিজ্ঞতার সার্টিফিকেট
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 টেট পরীক্ষায় সরকারের এত টাকা লাভ! হিসেব কষে দেখালেন শুভেন্দু অধিকারী
👉 মাধ্যমিক পাশে সিভিলিয়ান ডিফেন্সে গ্রুপ-C পদে চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে এক্সিকিউটিভ পদে নিয়োগ, 30 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন চলবে
👉 ইন্টারভিউয়ের মাধ্যমে WBSHFWS এ কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন 32 হাজার টাকা
👉 ইন্টারভিউয়ের মাধ্যমে WBSHFWS এ কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন 32 হাজার টাকা