WB Summer Holidays: অনেক আগেই এবারের গরমের ছুটি! কবে থেকে স্কুল-কলেজ ছুটি শুরু? জেনে নিন

School-college vacation this summer long ago

1/8: সবে বৈশাখের শুরু আর এরই মধ্যে রাজ্যের অধিকাংশ জেলার তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে 40 ডিগ্রির কোঠা। তবে শুধু তীব্র তাপমাত্রাই নয়, রাজ্য জুড়ে চলছিল তাপপ্রবাহ এবং দুপুরে লু বইছিল।

2/8: ফলত, রাজ্যের পড়ুয়াদের এই অস্বস্তিকর গরমের হাত থেকে মুক্তি দিতে গত 17 এপ্রিল থেকে 22 এপ্রিল অবধি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিতেও ছুটি ঘোষণা করা হয়েছিল।

3/8: এক সপ্তাহ ছুটির পরে আবার চালু করা হয়েছে রাজ্যের স্কুল, কলেজগুলি। তবে মাঝে দিন দুয়েক ছিটেফোঁটা বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ার জন্য তাপমাত্রা খানিক কমলেও চলতি সপ্তাহে আবার বাড়ছে তাপমাত্রা

4/8: কাঠফাটা রোদে পড়ুয়াদের স্বস্তি দিতে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, গরমের ছুটি এগিয়ে আনার

5/8: ধারণা করা হচ্ছে, আগামী মঙ্গলবার, অর্থাৎ 2 মে থেকেই দেওয়া হবে গ্রীষ্মের ছুটি। যদিও বছরের প্রথমে প্রকাশিত ক্যালেন্ডারে উল্লেখ ছিল, এই বছরের গরমের ছুটি দেওয়া হবে 24 মে থেকে। তবে এপ্রিলের শেষেই গরমের তীব্রতা চূড়ান্ত বেড়ে যাওয়ায় গরমের ছুটি এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে।

6/8: যদিও 2 মে থেকে কতদিন পর্যন্ত এই ছুটি দেওয়া হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে মে মাসের শেষ সপ্তাহ অবধি ছুটি দেওয়া হতে পারে। আবার, এত তাড়াতাড়ি ছুটি পড়ে যাওয়ার ফলে সিলেবাস শেষ হবে না অনেক ক্লাসের।

7/8: তাই, স্কুল শিক্ষা দফতরের তরফে ছুটির দিন গুলিতে অনলাইনে ক্লাস করানোর জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে বলে ধারণা করা হচ্ছে।

8/8: অন্যদিকে, গরমের ফলে বাড়ছে হিট স্ট্রোকের সম্ভবনাও। তাই, খুব প্রয়োজন ছাড়া দুপুর বেলা বাড়ির বাইরে বেরোবেন না। একান্তই বেরোতে হলে ছাতা ব্যবহার করবেন। শরীর যথাসম্ভব ঢেকে বেরোতে হবে। জল পান করুন প্রচুর পরিমাণে। হিট বা সান স্ট্রোকে আক্রান্ত হলে দেরী না করে সবার আগে হাসপাতালে নিয়ে যান রোগীকে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও Job আপডেট 👇👇