রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড়ো সুখবর। স্কটিশ চার্চ কলেজে নন টিচিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ছয় ধরণের শূন্যপদ রয়েছে। অফলাইনে আবেদন জানাতে হবে প্রার্থীদের। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নোটিশ নং- NTS/01-2023
নোটিশ প্রকাশের তারিখ- 04/08/2023
নিয়োগের বিস্তারিত তথ্য
1. পদের নাম- লাইব্রেরি ক্লার্ক / Library Clerk
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
2. পদের নাম- ল্যাব এটেনডেন্ট / Lab Attendant
শূন্যপদ- এখানে মোট 6 টি শূন্যপদ রয়েছে।
3. পদের নাম- পিয়ন / Peon
শূন্যপদ- এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।
4. পদের নাম- কর্মবন্ধু / Karmabandhu
শূন্যপদ- এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।
5. পদের নাম- লেডি অ্যাটেনডেন্ট / Lady Attendant
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
6. পদের নাম- স্টোর কিপার / Store Keeper
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
উপরের পদগুলিতে আবেদন করার জন্য রাজ্য সরকারের প্রস্তাবিত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই।
মাসিক বেতন
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।
আবেদন পদ্ধতি
অফলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য https://www.scottishchurch.ac.in ওয়েবসাইটে গিয়ে “job opportunities” অপশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সংযুক্ত করতে হবে একটি ডিমান্ড ড্রাফটও।
আবেদন মূল্য
প্রার্থীদের 250.00 টাকার ডিমান্ড ড্রাফট “Scottish Church College Council A/c No. 20805266537” অ্যাকাউন্টে আবেদন মূল্য বাবদ পাঠাতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা
Dr. Madhumanjari Mandal
Principal
Scottish Church College
Kolkata
আবেদনের তারিখ
এখানে আবেদন পাঠাবার শেষ দিন 19/08/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রামকৃষ্ণ মিশনে স্থায়ীভাবে শিক্ষক এবং গ্রুপ-D পদে নিয়োগ
- সংস্কৃতি দপ্তরে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি
- রাজ্যে মাধ্যমিক পাশে বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস পদে চাকরি
- SSC এর মাধ্যমে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ
- ভারতীয় এয়ারপোর্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
- পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে মাধ্যমিক পাশে চাকরি ২০২৩