রাজ্যের রেলওয়ে ডিভিশনের বিভিন্ন রেল স্টেশনে টিকিট কাউন্টারে জনসাধারণ টিকিট বুকিং সেবক (JTBS) বা টিকিট এজেন্ট পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। Eastern Railway অর্থাৎ পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের মোট ১৪৬ টি রেল স্টেশনে এই নিয়োগটি করা হবে।
এক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। আর সেই সাথে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই চাকরি প্রার্থীরা এই রেলের টিকিট সেলার পদে চাকরির জন্য আবেদন করতে পারবে।
কোন কোন স্টেশনে নিয়োগ করা হবে, মোট শূন্য পদ কয়টি রয়েছে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি নিয়োগ সংক্রান্ত বিষয়ে গুলো এবার আমরা এক এক করে জেনে নেব। আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ফর্ম ডাউনলোড করার লিংক নিচে দেওয়া রয়েছে।
Sealdah Railway Division Ticket Booking Sewak Recruitment 2022
টিকিট বুকিং সেবক নিয়োগের বিস্তারিত তথ্য (Ticket Booking Sewak Recruitment Details)
অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর: CW/JTBS/ 2022
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 11.11.2022
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম:
জনসাধারণ টিকিট বুকিং সেবক (JTBS)
টিকিট বুকিং সেবক নিয়োগ ২০২২, বয়সসীমা (Ticket Booking Sewak Recruitment 2022, Age Limit)
আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। বয়সের হিসাব করতে হবে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী।
টিকিট বুকিং সেবক নিয়োগ ২০২২, শিক্ষাগত যোগ্যতা (Ticket Booking Sewak Recruitment 2022, Educational Qualification)
মাধ্যমিক পাস (Madhyamik Pass) হলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে।
টিকিট বুকিং সেবক নিয়োগ ২০২২, শূন্যপদ (Ticket Booking Sewak Recruitment 2022, Vacancy)
মোট 3010 টি শূন্যপদে নিয়োগ করা হবে
যেসমস্ত স্টেশনে নিয়োগ করা হবে:
শিয়ালদহ, সোনারপুর, ব্যারাকপুর, দমদম জংশন, নৈহাটি, সোদপুর, বারুইপুর, বারাসাত, বেলঘড়িয়া, সুভাষগ্রাম, মুর্শিদাবাদ, শ্যামনগর, বিধাননগর, হাবরা মধ্যমগ্রাম, চাকদা, রানাঘাট, খরদা, ক্যানিং, কাঁচরাপাড়া, বজবজ, দমদম ক্যান্টনমেন্ট সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশনে নিয়োগ করা হবে।
ঠিক কোন কোন স্টেশনে নিয়োগ করা হবে তা অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রথম পেজে দেওয়া আছে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে এ বিষয়ে ভালো করে দেখে নিন।
টিকিট বুকিং সেবক নিয়োগ ২০২২ চাকরির ধরন (Ticket Booking Sewak Recruitment 2022, Job Types)
কন্ট্রাকচুয়াল (Contractual)
টিকিট বুকিং সেবক নিয়োগ ২০২২, চাকরির সময়সীমা (Ticket Booking Sewak Recruitment 2022, Job Period)
তিন বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। তিন বছর পরে সন্তোষজনক কাজ হলে পুনরায় নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
টিকিট বুকিং সেবক নিয়োগ ২০২২, আবেদন প্রক্রিয়া (Ticket Booking Sewak Recruitment 2022, Application Process)
(1) অফিসিয়াল বিজ্ঞপ্তির ৮ নম্বর পেজে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া রয়েছে। ওই ফর্মটি ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আবেদন করতে হবে।
(2) নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদন করার ফরমটি ডাউনলোড করতে পারবেন।
(3) ফর্ম ডাউনলোড করার পর প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করা হলে ফর্মটি নাম, বাবার নাম, জন্ম তারিখ, কোন স্টেশনের জন্য আবেদন করা হচ্ছে ইত্যাদি তথ্য পূরণ করে সঠিকভাবে ফিলাপ করতে হবে।
(4) তারপর ফর্মের সাথে দরকারী সমস্ত ডকুমেন্টস এর জেরক্স গুলি জুড়ে দিতে হবে। সবশেষে আবেদন করার ফর্ম এবং ডকুমেন্টস গুলিকে একটি খামে ভরে নিচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
টিকিট বুকিং সেবক নিয়োগ ২০২২, আবেদনপত্র পাঠানোর ঠিকানা (Ticket Booking Sewak Recruitment 2022, Application Send to)
Office of Sr. Divisional Commercial Manager’s Office, Eastern Railway, Sealdah, DRM Building, Room No. 44, 16 Kaizer Street, Kolkata – 700014.
টিকিট বুকিং সেবক নিয়োগ ২০২২, গুরুত্বপূর্ণ তারিখ (Ticket Booking Sewak Recruitment 2022, Important Dates)
নোটিশ প্রকাশ | 11.11.2022 |
আবেদন শুরু | 11.11.2022 |
আবেদন শেষ | 15.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
টিকিট বুকিং সেবক নিয়োগ ২০২২, গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Ticket Booking Sewak Recruitment 2022, Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করার ফর্ম | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 মাধ্যমিক পাশে বেঙ্গল সাব এরিয়ায় গ্রুপ-C চাকরি