মাধ্যমিক পাশে পাওয়ার কর্পোরেশনে বিনামূল্যে প্রশিক্ষণের জন্য আবেদন করুন

Secondary students apply for free training in Power Corporation

NPCIL নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই বিজ্ঞপ্তিতে পাওয়ার কর্পোরেশনে তিনটি পদে নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। 

নোটিশ নম্বর :- ITI/01/2023

নিয়োগের বিস্তারিত তথ্য

(১) ফিটার (Fitter)

শূন্যপদ : মোট ২৫ টি শূন্যপদ আছে। SC – ৫ টি,  OBC – ৬ টি,  EWS – ২ টি এবং UR – ১২ টি। 

বয়সসীমা : আবেদনের শেষ তারিখ অনুসারে, নূন্যতম ১৪ বয়স এবং সর্বাধিক ২৪ বয়স হলে আপনি এই পদে জন্য আবেদন করতে পারবেন। 

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয়ে মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রী অর্জন করা প্রয়োজন।

(2) ইলেকট্রিশিয়ান (Electrician)

শূন্যপদ : মোট ১৬ টি শূন্যপদ আছে। SC – ৩ টি,  ST – ১ টি,  OBC – ৪ টি,  EWS – ২ টি এবং UR – ৬ টি। 

বয়সসীমা : আবেদনের শেষ তারিখ অনুসারে, নূন্যতম ১৪ বয়স এবং সর্বাধিক ২৪ বয়স হলে আপনি এই পদে জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয়ে মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রী অর্জন করা প্রয়োজন।

(3) ইলেকট্রনিক মেকানিক্স (Electronic Mechanics)

শূন্যপদ : মোট ৯ টি শূন্যপদ আছে। SC – ১ টি, OBC – ৩ টি,  EWS – ১ টি এবং UR – ৪ টি। 

বয়সসীমা: আবেদনের শেষ তারিখ অনুসারে, নূন্যতম ১৪ বয়স এবং সর্বাধিক ২৪ বয়স হলে আপনি এই পদে জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয়ে মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রী অর্জন করা প্রয়োজন।

মাসিক স্টাইপেন্ড  

মাসিক স্টাইপেন্ড হিসাবে, ১ বছরের কোর্স করা প্রার্থীদের মাসিক স্টাইপেন্ড হবে ৭,৭০০ টাকা এবং ২ বছরের কোর্স করা প্রার্থীদের মাসিক স্টাইপেন্ড হবে ৮,৮৫৫ টাকা।

আবেদন পদ্ধতি 

আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এই পদের জন্য। আবেদন করার জন্য আপনার একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেইল আইডি প্রয়োজন হবে। আপনি NPCIL এর ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবেন এবং সেখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। 

নিয়োগ পদ্ধতি 

নিয়োগ পদ্ধতি হলে, প্রার্থীদের সংশ্লিষ্ট ITI ট্রেডে প্রাপ্ত নাম্বারের শতাংশের ভিত্তিতে নির্বাচন করা হবে। যদি কোনো প্রার্থীর সংশ্লিষ্ট ITI ট্রেড প্রাপ্ত নাম্বার না থাকে, তবে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের শতাংশের ভিত্তিতে নির্বাচন করা হবে।

নিয়োগ স্থান

নিয়োগ স্থানটি হলে, Narora Atomic Power Station, Narora, Bulandshahr, Uttar Pradesh – 203389.

আবেদনের সময়সীমা

আবেদনের শেষ তারিখটি হলো ১৮ জুলাই ২০২৩।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleICMR-এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যোগ্যতার সাথে চাকরির সুযোগ, ১৫ জুলাই অবধি আবেদন চলবে
Next articleWork from Home: এই কোম্পানিগুলি দিচ্ছে বাড়ি থেকে কাজ করার সুযোগ, লিস্টে দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here