ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। মুগমা অঞ্চলে পোস্টিং দেওয়া হবে প্রার্থীদের। এখানে রয়েছে শতাধিক শূন্যপদ। অনলাইন এবং অফলাইন মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে হবে। এই নিয়োগের বিষয়ে আরও বিশদভাবে জেনে নিন এই প্রতিবেদনে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ প্রকাশের তারিখ- 07/11/2023
নোটিশ নং- ECL/CMD/C-6/Recruitment/Selection-SG (Mugma)/23/421
যে পদে নিয়োগ হবে
সিকিউরিটি গার্ড / Security Guard
শূন্যপদ
এখানে মোট 244 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের,
1) ক্যাটাগরি 1 মজদুর হতে হবে।
2) সংস্থায় কর্মরত থাকতে হবে।
3) প্রার্থীদের ক্লাস সেভেন পাশ করে থাকতে হবে।
4) GEN/OBC প্রার্থীদের উচ্চতা 5’5” হতে হবে। SC/ST প্রার্থীদের উচ্চতা 5’3” হতে হবে।
বয়সসীমা
বয়সসীমা রাখা হয়নি এখানে।
মাসিক বেতন
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই।
নিয়োগ স্থান
মুগমা অঞ্চলের কোলিয়ারিতে পোস্টিং দেওয়া হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইন এবং অফলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিন। এরপরে আবেদন পত্রের ফর্মটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।
পরের ধাপে নিজেদের প্রয়োজনীয় নথি, ছবি এবং সাইন সংযুক্ত করে একটি পিডিএফ বানাতে হবে। ওই পিডিএফ টি নীচের মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। এরপরে ফিলাপ করা আবেদন পত্রটির সাথে নথি সংযুক্ত করে তা পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানাতে।
ইমেল আইডি
আবেদন পাঠাবার ঠিকানা
কর্মরত জায়গার GM/HOD দের ঠিকানাতে আবেদন পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা
23/11/2023 এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 SSC নিয়োগ দুর্নীতির মামলা ফিরছে হাইকোর্টে, আবার কি সুপ্রিম কোর্টের নির্দেশে CBI তদন্ত শুরু হবে?
👉 কো-অপারেটিভ ব্যাঙ্কে অনেকগুলি পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, 42 হাজার 900 টাকা মাসিক বেতন
👉 পশ্চিমবঙ্গের এই দুই জেলায় সবথেকে বেশি চাকরি বাতিল
👉 ভারতীয় পোস্ট অফিসে মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে নিয়োগ, 9 ডিসেম্বর অবধি আবেদন চলবে