রাজ্যের কলেজে ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

Serampore College Clerk including various posts Recruitment 2023

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড়ো সুখবর। শ্রীরামপুর কলেজে নন টিচিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট তিন ধরণের শূন্যপদ রয়েছে।

অফলাইনে আবেদন জানাতে হবে প্রার্থীদের। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- SC/NTS POST/01/2023

নোটিশ প্রকাশের তারিখ- 05/11/2023

যে পদে নিয়োগ করা হবে

1. ক্লার্ক / Clerk

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

2. ল্যাব এটেনডেন্ট / Lab Attendant

শূন্যপদ- এখানে মোট 5 টি শূন্যপদ রয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুওলজি এবং ফিজিওলজি এই পাঁচটি বিষয়ে ল্যাব এটেনডেন্ট নিয়োগ করা হবে।

3. পিয়ন / Peon

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

উপরের পদগুলিতে আবেদন করার জন্য রাজ্য সরকারের প্রস্তাবিত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

অফলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য https://www.seramporecollege.ac.in ওয়েবসাইটে গিয়ে “job opportunities” অপশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে , সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।

অথবা নীচের লিঙ্ক থেকেও আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন প্রার্থীরা। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

Dr. Vansanglura
Principal
Serampore College
Serampore, Hooghly

আবেদনের সময়সীমা

এখানে আবেদন পাঠাবার শেষ দিন 23/11/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 Primary TET 2023: টেট পরীক্ষা নিয়ে বড়সড় পদক্ষেপ নিল প্রাইমারি শিক্ষা পর্ষদ, জানুন বিস্তারিত

👉 রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরির সুযোগ

👉 অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে চাকরির বিজ্ঞপ্তি! 30 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে

👉 ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ম্যানেজার সহ বিভিন্ন পদে নিয়োগ, 48 হাজার 170 টাকা মাসিক বেতন

👉 রাজ্য পুলিশে প্রচুর শূন্যপদে নিয়োগ, নবান্ন থেকে গুরুত্বপূর্ণ আপডেট

Previous articleএমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে চাকরির বিজ্ঞপ্তি! শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
Next articleন্যাশনাল ফার্টিলাইজার সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, 01 ডিসেম্বর অবধি আবেদন চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here