সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি! মাসিক বেতন, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Serious Fraud Investigation Office Recruitment 2023

কেন্দ্রীয় সরকারের সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসে (SFIO) ইয়াং প্রফেশনাল সহ আরও দুই ধরণের পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এখানের নিয়োগটি চুক্তিভিত্তিক ধরণের। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে,বিস্তারিত আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- No.5/14/2023-Admn.SFIO/

যে পদে নিয়োগ করা হবে

1. ল / Law

শূন্যপদ- এখানে ইয়াং প্রফেশনাল এবং জুনিয়র কনসালটেন্ট এই দুই ধরণের পদ মিলিয়ে মোট 11 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- ল নিয়ে গ্র্যাজুয়েশন এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন- পদ অনুসারে 60,000 এবং 80,000 টাকা বেতন দেওয়া হবে।

2. ফাইনান্সিয়াল অ্যাননালাইসিস / ফরেন্সিক অডিট Financial Analysis/ Forensic Audit

শূন্যপদ- এখানে ইয়াং প্রফেশনাল জুনিয়র কনসালটেন্ট এবং সিনিয়র কনসালটেন্ট এই তিন ধরণের পদ মিলিয়ে মোট 50 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- CA নিয়ে গ্র্যাজুয়েশন অথবা MBA এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন- পদ অনুসারে 60,000, 80,000 এবং 1,45,000 টাকা বেতন দেওয়া হবে।

3. ব্যাঙ্কিং / Banking

শূন্যপদ- এখানে জুনিয়র কনসালটেন্ট পদে মোট 27 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- MBA ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 থেকে 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন- এখানে প্রার্থীদের 80,000 টাকা বেতন দেওয়া হবে।

4. জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন / General Administration

শূন্যপদ- এখানে জুনিয়র কনসালটেন্ট পদে মোট 03 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- MBA ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 থেকে 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন- এখানে প্রার্থীদের 80,000 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগের সময়সীমা

3 বছরের চুক্তিতে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://sfio.nic.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনের সময়সীমা

07/11/2023 এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 মাধ্যমিক পাশে জেলা আদালতে গ্রুপ-সি চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

👉 ৫৮ হাজার প্রাইমারি শিক্ষক নিয়োগ করতে হবে! হাইকোর্টের নির্দেশ, বিস্তারিত আপডেট দেখুন

👉 রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি, 21 নভেম্বর অবধি আবেদন চলবে

👉 17710 শূন্যপদে কেন্দ্রীয় শ্রম দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি

👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে গ্রুপ-সি নিয়োগ! মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি

Previous articleউত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
Next articleঅ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে চাকরি, রাজ্যের IACS-এ করা হবে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here