কোচিন শিপিইয়ার্ড লিমিটেডের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফায়ারম্যান, সেফটি অ্যাসিস্ট্যান্ট, কুক সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
কোচিন শিপইয়ার্ড লিমিটেডে আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
নোটিশ নম্বরঃ CSL/P&A/RECTT/CONTRACT/Selection of Contract Workmen/
2022/10
নোটিশ প্রকাশের তারিখঃ 16.06.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ সেফটি অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্রাক্ট (Safety Assistant On Contract)
শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত পদের জন্য আবেদনকারী প্রার্থীকে SSLC পাশ করে থাকতে হবে এবং যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান বা প্রাইভেট সেক্টর থেকে সেফটি অথবা ফায়ারের ওপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এছাড়াও কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 05 টি।
(2) পদের নামঃ স্কেফোল্ডার অন কন্ট্রাক্ট (Scaffolder On Contract)
শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত পদের জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিট মেটাল ওয়ার্কার বা ফিটার পাইপ বা ফিটারে SSCLএবং ITI কোর্স করে থাকতে হবে অথবা রিগিং ওয়ার্ক বা স্কেফোল্ডিং বা জেনারেল স্ট্রাকচারাল কাজে অন্ততপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 02 টি।
(3) পদের নামঃ ফায়ারম্যান অন কন্ট্রাক্ট (Fireman On Contract)
শিক্ষাগত যোগ্যতাঃ ফায়ারম্যান পদের জন্য প্রার্থীকে SSCL পাশ করে থাকতে হবে এবং সঙ্গে ফায়ারম্যান ফাইটিং প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে এছাড়াও সংশ্লিষ্ট অন্ততপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 12 টি।
(4) পদের নামঃ কুক ফর CSL গেস্ট হাউস অন কন্ট্রাক্ট (Cook For CSL Guest House On Contract)
শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত পদের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণী পাস এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(5) পদের নামঃ সেমি স্কিলড রিগার অন কন্ট্রাক্ট (Semi Skilled Riger)
শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত পদের জন্য আবেদনকারী প্রার্থীকে চতুর্থ শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 53 টি।
বেতনঃ
উপরিউক্ত সমস্ত পদগুলিতে 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। প্রার্থীদেরকে এই সময়কালে ধাপে ধাপে বেতন দেওয়া হবে। বেতনের বিষয়টি বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।
বয়সসীমাঃ
উপরউক্ত সমস্ত পদের ক্ষেত্রে আবেদন প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর জন্ম তারিখ 09.07.1992 থেকে 08.07.2022 এর মধ্যে হতে হবে।
নিয়োগ পদ্ধতিঃ
- লিখিত পরীক্ষা।
- প্র্যাকটিক্যাল টেস্ট।
- ফিজিক্যাল টেস্ট।
আবেদন পদ্ধতিঃ
- উপরিউক্ত পদগুলোর জন্য আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- আবেদনপত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
- উল্লিখিত নথিপত্রগুলো আপলোড করতে হবে।
- শেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ
উক্ত পথগুলিতে আবেদন ফি হিসেবে 200 টাকা ধার্য করা হয়েছে। SC/ST/PWD/EWS প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট।
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 16.06.2022 |
আবেদন শুরু | 24.06.2022 |
আবেদন শেষ | 08.07.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-