ভারত সরকারের অধীনস্থ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্টে এক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদের GDMO পদে অর্থাৎ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ করা হবে।
শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্টে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। এখানে রাজ্যের সমস্ত জেলার অন্তর্গত নারী পুরুষ নির্বিশেষে সবাই আবেদন করতে পারবে। সব থেকে ভালো বিষয় হল এখানে কোনো আবেদন মূল্য নেই এবং সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
তাহলে চলুন আর বেশি সময় নষ্ট না করে আমরা একে একে জেনে নিই আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কতো, বেতন কতো দেওয়া হবে, মোট শূন্যপদের সংখ্যা কতো, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য।
Shyama Prasad Mukherjee Port Trust Recruitment
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (General Duty Medical Officer- GDMO)
বেতনঃ
উক্ত পদের জন্য প্রতিমাসে 82,280 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এক বছরের ইন্টার্নিশিপ সহ M.B.B.S পাশ করা থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের আওতায় রেজিস্ট্রিকৃত থাকতে হবে।
বয়সসীমাঃ
আবেদন প্রার্থীর বয়স 01.08.2022 তারিখ অনুযায়ী 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
মোট 5 টি শুন্যপদ রয়েছে।
নিয়োগ পদ্ধতিঃ
এখানে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখঃ 22.08.2022 & 23.08.2022
ইন্টারভিউয়ের সময়ঃ 10.30 A.M to 1.30 P.M
ইন্টারভিউয়ের স্থানঃ
Centenary Hospital, Diamond Harbour Road, Majerhat, Kolkata – 700053
আবেদন পদ্ধতিঃ
এখানে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
সবার প্রথমে নিজের একটি বায়োডাটা তৈরি করতে হবে।
নিজের বায়োডাটা সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র যুক্ত করতে হবে।
সবশেষে নিজের বায়োডাটা ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নির্ধারিত তারিখে সঠিক সময়ের মধ্যে উল্লেখিত ঠিকানায় যেতে হবে।
আপনারা নিচে দেওয়া লিংক থেকে সরাসরি অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- বায়োডাটা
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- আধার কার্ড বা ভোটার কার্ড।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- ভারতের স্পোর্টস অথরিটিতে নিয়োগ
- অনেকগুলি গ্রুপ-C পদে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রকে নিয়োগ
- সৈনিক স্কুলের চাকরি,খুব তাড়াতাড়ি আবেদন করতে হবে