শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে ইনল্যান্ড মাস্টার পদে চাকরি, মাসিক বেতন 40 হাজার টাকা

shyamaprasad mukherjee inland master recruitment 2023

কলকাতায় অবস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে ইনল্যান্ড মাস্টার পদে কর্মী নিয়োগ করা হবে। এখানের নিয়োগটি চুক্তি ভিত্তিক হবে। কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। Master

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

ইনল্যান্ড মাস্টার / Inland Master

শূন্যপদ

এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের,

1) IWT Directorate, Govt. of West Bengal এর তরফে ফার্স্ট ক্লাস ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট থাকতে হবে।

2) নূন্যতম 5 বছরের ইনল্যান্ড মাস্টার পদে কর্মরত থাকতে হবে।

বয়সসীমা

45 বছর বয়স অবধি যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন

মাসিক 40,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের। সাথে নানান ভাতা এবং জয়েনিং বোনাস দেওয়া হবে।

নিয়োগের সময়সীমা

1 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হয়েছে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 4 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।

সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

Sr. Dy. Secretary-1I”, Syama Prasad Mookerjee Port, Kolkata,
15, Strand Road, Kolkata – 700001

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন করা যাবে – 23/09/2023 তারিখের মধ্যে এখানে অফলাইনে আবেদন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

প্রয়োজনীয় নথি

1. বয়সের প্রমাণ

2. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

3. আধার/ প্যান

4. কাস্ট সার্টিফিকেট

5. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম:Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 প্রাইমারি টেট অফিসিয়াল নোটিশ ২০২৩ প্রকাশিত হল

👉 রাজ্যে ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটে সার্ভেয়ার পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ

👉 প্রাইমারি শিক্ষক নিয়োগ 2022 এর মেধাতালিকা কবে প্রকাশিত হবে? জানালেন পর্ষদের সভাপতি

👉 রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 11 হাজার টাকা

👉 রাজ্যের হস্টেলে সুপারিনটেনডেন্ট পদে চাকরি, তাড়াতাড়ি আবেদন করুন

👉 ONGC তে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Previous article450 টি শূন্যপদে RBI ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে | RBI Recruitment 2023
Next articleপ্রাইমারি শিক্ষক নিয়োগে আর সমস্যা থাকবে না! পর্ষদ সভাপতির মন্তব্যে আশার আলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here