শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন (Siliguri Municipal Corporation) অর্থাৎ শিলিগুড়ি পৌরসভা থেকে নিয়োগ (Job Recruitment) সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভাগে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির নোটিশ জারি হচ্ছে। যে বিষয়ে আমরা আমাদের কাজকর্ম ওয়েবসাইটে আপডেট দিচ্ছি। আপনি যদি আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিটর হয়ে থাকেন তাহলে চাকরির সমস্ত আপডেট সম্পর্কে আপনি জেনে থাকবেন।
আজকে আমরা শিলিগুড়ি মিনিসিপাল কর্পোরেশন অর্থাৎ শিলিগুড়ি পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত জানাতে চলেছি। শিলিগুড়ি পৌরসভাতে ঠিক কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কয়টি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, মাসিক বেতন কত দেওয়া হবে এবং ঠিক কিভাবে আবেদন করতে হবে তা নিচে এক এক করে জানানো হয়েছে।
Siliguri Municipal Corporation Accounts Manager Recruitment
নোটিশ মেমো নম্বর: 478 Estt./SMC
নোটিশ প্রকাশের তারিখ: 21/12/2022
আবেদনের মাধ্যম: অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।
শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগের বিস্তারিত তথ্য (Siliguri Municipal Corporation Recruitment Details)
পদের নাম:
অ্যাকাউন্টস ম্যানেজার (Accounts Manager)
মাসিক বেতন:
23,000 (২৩ হাজার) টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।
বয়সসীমা:
40 বছরের কম বয়সী আবেদনকারীরা উক্ত চাকরির জন্য আবেদন করতে পারবে। বয়সের হিসাব করা হবে 1 ডিসেম্বর 2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা:
M.Com/ICWA/Chartered Account এর ডিগ্রী থাকতে হবে। সেই সাথে দুই বছরের একাউন্টিং সিস্টেমের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
শূন্যপদ:
1 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
নিচের কয়েকটি পদ্ধতির মাধ্যমে চাকরিপ্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে-
(1) অ্যাকাডেমিক স্কোর (Academic Score)
(2) কম্পিউটার টেস্ট (Computer Test)
(3) এক্সপেরিয়েন্স এবং ইন্টারভিউ (Experience and Interview)
আবেদন প্রক্রিয়া:
(1) আবেদনকারীকে তার একটি বায়োডাটা বানিয়ে তার সাথে দরকারি ডকুমেন্টস এর জেরক্স জুড়ে দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
(2) প্রথমেই আবেদনকারীকে তার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সহ বিভিন্ন তথ্য দিয়ে একটি বায়োডাটা বানাতে হবে।
(3) তারপর সেই বায়োটার পিডিএফ ফাইল প্রিন্ট করে তার সাথে দরকারি বিভিন্ন ডকুমেন্টস এর জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে।
(4) তারপর ওই খামটি নিচের দেওয়া ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠাবার ঠিকানা:
To,
The Commissioner
Siliguri Municipal Corporation
Baghajatin Road, P.O- Siliguri, Dist- Darjeeling, Pin- 734001.
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 21.12.2022 |
আবেদন শুরু | 21.12.2022 |
আবেদন শেষ | 17.01.2023 |
বিঃদ্র: নতুন কোনো চাকরি ও কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 মাধ্যমিক পাশে রাজ্যে রেলের IRCTC-তে চাকরি