শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে SWM পদে চাকরি, ২৩ টি জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে | Siliguri Municipal Corporation SWM Recruitment

Siliguri Municipal Corporation SWM Recruitment

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে SWM পদে কর্মী নিয়োগ করা হবে। জলাপিগুড়ি জেলাতে নিয়গ করা হলেও রাজ্যের সমস্ত জেলার যোগ্যতাসম্পন্ন চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা না হওয়ার কারনে অনেকের জন্য এটি সখবর। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে আজকে আমরা জানিয়েছি। 

নোটিশ নম্বর – 68/Estt/SMC

নোটিশ প্রকাশের তারিখ – 05/05/2023

যে পদে নিয়োগ হবে – SWM কোঅর্ডিনেটর (SWM Coordinator) 

শূন্যপদ – 1 টি।

শিক্ষাগত যোগ্যতা – এখানে আবেদন করার জন্য যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি এবং কম্পিউটারে জ্ঞান এবং ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। সাথে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – 22 থেকে 40 বছরের সকল যোগ্য প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম – মাসিক 16,500 টাকা।

নিয়োগ পদ্ধতি

কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে তাতে নিজের যাবতীয় তথ্য দিয়ে একটি ছবি আটকাতে হবে। সাথে জুড়ে দিতে হবে প্রয়োজনীয় সকল নথিপত্রের ফটোকপি। এরপর সব কাগজগুলি একসাথে একটি খামে ভরে নিজের হাতে করে অথবা স্পিড পোস্টের মাধ্যমে দিয়ে আসতে হবে নীচের ঠিকানায়।

আবেদন পাঠাবার ঠিকানা

To, The Commissioner Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O.:- Siliguri, Dist -Darjeeling. Pin-734001

আবেদনের সময়সীমা

16/05/2023 তারিখ, বিকেল 4.30 এর মধ্যে এখানে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleKP Constable Exam Date: কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা হল, শীঘ্রই অ্যাডমিট ডাউনলোড
Next articleপ্রাইমারির ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, পাল্টা চ্যালেঞ্জ রাজ্য সরকারের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here