শিলিগুড়ি মিউনিসিপালিটি কর্পোরেশন থেকে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশেই এতে আবেদন করতে পারা যাবে। প্রথমে জানিয়ে রাখি এই চাকরি বা কাজটি সবার জন্য নয়। এই কাজটি সম্পর্কে বিস্তারে জেনে নিন।
Siliguri Municipality Driver Recruitment 2021
নোটিশ মেমো নম্বরঃ 355/Estt./SMC
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 03.11.2021 |
আবেদন শুরু | 03.11.2021 |
আবেদন শেষ | 16.11.2021 |
পদের নামঃ ড্রাইভার (Driver)
বেতনঃ প্রতি মাসে 12,000 টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশে আবেদন করা যাবে। সেইসাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমাঃ 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স কমপক্ষে 20 বছর হতে হবে।
শুন্যপদঃ 30 টি
যানবাহন অনুযায়ী শুন্যপদঃ
(1) Light Motor Vehicle- 18
(2) Healry Motor Vehicle including Tractor & Tmiler- 6
(3) Heavy Vehicle- 6
আবেদন প্রক্রিয়াঃ
আবেদনকারীকে তার একটি সম্পূর্ণ বায়োডাটা লিখতে হবে। ঐ বায়োডাটার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট এবং সার্টিফিকেট এর জেরক্স লাগিয়ে দিয়ে, খামে ভরে শিলিগুড়ি মিউনিসিপালিটির ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
To,
The Commissioner
Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O.:- Siliguri. Dist – Darjeeling.
Pin – 734001
আবেদন ফিঃ
আবেদন করার জন্য কোনো টাকা লাগবে না।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।