পশ্চিমবঙ্গের পৌরসভায় SAE পদে চাকরি, 16 হাজার 500 টাকা মাসিক বেতন | Siliguri Municipality SAE Recruitment 2023

Siliguri Municipality SAE Recruitment 2023

উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে অর্থাৎ পৌরসভায় চাকরিতে নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সমস্ত যোগ্য বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে। এখানের আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

নোটিশ নম্বর – 75/Estt/SMC

নোটিশ তারিখ – 04/05/2023

যে পদে নিয়োগ হবে – সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার / Sub Assistant Engineer- SAE (Civil)

শূন্যপদ – 1 টি।

শিক্ষাগত যোগ্যতা – এখানে আবেদন করার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে। সাথে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – 24 থেকে 40 বছরের সকল যোগ্য প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম – মাসিক 16,500 টাকা।

নিয়োগ পদ্ধতি

কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

চাকরির সময়সীমা

6 মাসের মেয়াদে নিয়োগ করা হবে প্রার্থীদের। পরবর্তীতে তা আরও 6 মাস বাড়ানো হতে পারে।

আবেদন পদ্ধতি

অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে তাতে নিজের যাবতীয় তথ্য দিয়ে একটি ছবি আটকাতে হবে। সাথে জুড়ে দিতে হবে প্রয়োজনীয় সকল নথির ফটোকপি। এরপর সব কাগজগুলি একসাথে একটি খামে ভরে নিজের হাতে করে অথবা স্পিড পোস্টের মাধ্যমে দিয়ে আসতে হবে নীচের ঠিকানায়।

আবেদন পাঠাবার ঠিকানা

To, The Commissioner Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O.:- Siliguri, Dist -Darjeeling, Pin-734001. 

আবেদনের সময়সীমা

16/05/2023 তারিখ, বিকেল 4.30 অবধি এখানে আবেদন জানানো যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇