সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স (SINP) হল রাজ্যের কলকাতায় অবস্থিত দেশের বৈজ্ঞানিক গবেষণার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এটি বর্তমানে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি (DAE) এর অধীনস্থ। এখানে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে,বিস্তারিত আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।
নোটিশ নং- SINP/Estt./Advt./08/2023
নোটিশ প্রকাশের তারিখ- 11-07-2023
নিয়োগের বিস্তারিত তথ্য
1. পদের নাম- Technician ‘B’
শূন্যপদ- 10 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিকের সাথে Electrical wiring/servicing/maintenance/AC maintenance, AC plant operation and maintenance / Tracer / Draughtsman এ ITI ডিপ্লোমা পাশ করে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম- প্রার্থীদের সপ্তম CPC এর 3 লেভেল অনুসারে বেতন দেওয়া হবে।
2. পদের নাম- Engineer ‘C’
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Electrical Engineering এ গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ করে থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম- প্রার্থীদের সপ্তম CPC এর 10 লেভেল অনুসারে বেতন দেওয়া হবে।
3. পদের নাম- Lower Division Clerk
শূন্যপদ- 5 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কম্পিউটার কোর্স করে থাকতে হবে। ইংরেজিতে 35 w.p.m. এর দক্ষতা প্রয়োজন।
বয়সসীমা- 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম- প্রার্থীদের সপ্তম CPC এর 2 লেভেল অনুসারে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
পদ অনুসারে ইন্টারভিউ, লিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্টের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য http://www.saha.ac.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। এরপরে জমা দেওয়া ফর্মটি প্রিন্ট করিয়ে নিয়ে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানাতে।
আবেদন পাঠাবার ঠিকানা
Registrar, Registrar’s
Office, Saha Institute of Nuclear Physics, 1/AF, Bidhannagar, Kolkata-700 064
আবেদন মূল্য
জেনারেল, OBC, EWS পুরুষ প্রার্থীদের 1 নং পদের জন্য, 500 টাকা এবং অন্যান্য পদের জন্য 300 টাকা করে আবেদন মূল্য দিতে হবে। মহিলা, SC, ST, PWD প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের তারিখ
25 অগাস্ট, 2023 এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন। প্রিন্টেড ফর্মটি জমা দেওয়ার শেষ দিন 6 সেপ্টেম্বর, 2023 তারিখের 3 টে পর্যন্ত।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যে ভূমি দপ্তরে চাকরি
- STPI তে গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরি
- NIA তে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি
- WBP জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত
- 600 এর বেশি শূন্যপদে মেট্রো রেলে চাকরি