সামাজিক ন্যায় বিচার দফতরে চাকরি! পদের নাম, মাসিক বেতন, আবেদন প্রক্রিয়া দেখুন

Social Justice & Empowerment Recruitment 2023

কেন্দ্রীয় সরকারের Social Justice & Empowerment অর্থাৎ সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন দফতরে শূন্যপদ থাকায় নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দেশের যে কোনও যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। 2 বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নোটিশ নম্বর- 42018/28/2022-Estt.

নোটিশ তারিখ – 26thApril, 2023

যে পদে নিয়োগ হবে –

ইয়ং প্রফেশনাল (Young Professional) 

এখানে Young Professional পদে জেনারেল এবং PwD দুই ধরনের পোস্ট আছে।

শূন্যপদ

  • Young Professional , জেনারেল – মোট 4 টি শূন্যপদ রয়েছে।
  • Young Professional, PwD – মোট 3 টি শূন্যপদ রয়েছে।

দরকারি যোগ্যতা

এখানে আবেদন করার জন্য জেনারেল এবং PwD পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে।

Young Professional , জেনারেল পদে আবেদন করার জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অথবা সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েট অথবা কমার্স গ্র্যাজুয়েট হতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট করে থাকলে আলাদা বেতন দেওয়া হবে প্রার্থীদের। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Young Professional, PwD পদে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম গ্র্যাজুয়েট হতে হবে যে কোন বিষয়ে। পোস্ট গ্র্যাজুয়েট করে থাকলে আলাদা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

বয়সসীমা

30 বছরের মধ্যে বয়সী সকল যোগ্য প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

চাকরির বেতন

গ্র্যাজুয়েটদের জন্য মাসিক 50,000 টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য মাসিক 60,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগের সময়সীমা 

2 বছরের মেয়াদের জন্য এখানে প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে।

নিয়োগের স্থান

নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে –

Department of Empowerment of Persons with Disabilities
(Divyangjan), CGO Complex, New Delhi

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে তার 8 নং পাতায় থাকা আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে, একটি ছবি আটকাতে হবে। সাথে জুড়ে দিতে হবে প্রয়োজনীয় সকল নথির ফটোকপি। এরপর সব কাগজগুলি একসাথে একটি পিডিএফে করে মেলের মাধ্যমে পাঠাতে হবে নীচের ঠিকানায়।

মেল পাঠাবার ঠিকানা

[email protected]

মেলটি অ্যাড্রেস করতে হবে

The Under Secretary (Establishment), Department of Empowerment of Persons with Disabilities (Divyangjan), Room No. 519, 5thFloor, B-H Wing, Pt. Deendayal Antyodaya Bhawan, CGO Complex, New Delhi-110003.

আবেদনের সময়সীমা

14/05/2023 তারিখ অবধি এখানে আবেদন জানানো যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇