রাজ্য সরকারের মহিলা ও শিশু কল্যান মন্ত্রকের অধীনে সমাজ কল্যাণ দফতরে পশ্চিম মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ DM অফিসে বিশেষ একটি পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগটি সম্পূর্ণ ভাবে চুক্তিভিত্তিক হবে। আবেদন করতে হবে অফলাইনে। কেবলমাত্র যোগ্য মহিলা প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। পদ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নোটিশ নং – 143/S4/PSM
নোটিশ প্রকাশ – 11/04/2023
যে পদে নিয়োগ হবে
কেস ওয়ার্কার (CASE WORKER)
মোট শূন্যপদ
এখানে 01 টি (SC) শূন্যপদ রয়েছে।
দরকারি যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের –
(1) অবশ্যই মহিলা এবং পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
(2) গ্র্যাজুয়েট হতে হবে।
(3) কম্পিউটারে দক্ষ হতে হবে।
(4) বাংলা ভাষা পড়া, লেখা ও বলা এবং ইংরেজি ভাষা পড়া ও লেখার দক্ষতা থাকতে হবে।
(5) মহিলাদের সমস্যা সংক্রান্ত কাজে ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
35 বছর বয়সের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতন এর পরিমান
প্রতি মাসে 15,000 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর 30 নম্বর, কম্পিউটার টেস্টে 15 এবং ইন্টারভিউতে 5 নম্বর থাকবে। এই ভাবে মোট 50 নম্বরে প্রার্থীদের মূল্যায়ন করা হবে।
নিয়োগের স্থায়িত্ব
এক বছরের চুক্তিতে এখানে প্রার্থী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
নিচের দেওয়া লিংকে ক্লিক করে অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে হাতে করে ড্রপ করে আসতে হবে বা পোস্টের মাধ্যমে পাঠাতে হবে নীচের ঠিকানায়।
আবেদন পাঠানোর ঠিকানা
By post or by hand at box at- Social Welfare Section, Collectorate, Paschim Medinipur.
আবেদনের সময়সীমা
04.05.2023 তারিখের মধ্যে প্রার্থীদের আবেদন পত্র উপরের ঠিকানায় পৌঁছে যেতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির খবর 👇👇
- EPFO-তে গ্রুপ C পদে কর্মী নিয়োগ
- রাজ্যের স্কুলে টিচিং এবং নন টিচিং পদে চাকরি
- অয়েল ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি
- ২৬ বছর পর রাজ্যের বন দফতরে নিয়োগ