রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এক নতুন সুখবর। পশ্চিমবঙ্গের সমাজ কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে।
রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
আবেদন করার আগে অবশ্যই করে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ সমস্ত বিষয় জেনে নিন।
Social Welfare Section Data Manager Recruitment
নোটিশ নম্বরঃ 170/SW/KAN
নোটিশ প্রকাশের তারিখঃ 20.07.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
ডাটা ম্যানেজার (Data Manager)
বেতনঃ
এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে বেতন হিসেবে 11,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করতে হবে এবং যেকোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 30 wpm টাইপিং ক্ষমতা থাকতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ
উক্ত পদের জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 37 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
01 টি।
নিয়োগ পদ্ধতিঃ
- লিখিত পরীক্ষা (Written Exam)
- কম্পিউটার টেস্ট (Computer Test)
- ইন্টারভিউ (Interview)
আবেদন পদ্ধতিঃ
- উপরিউক্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট paschimmedinipur.gov.in এ আবেদন করতে হবে।
- সবার প্রথমেই নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
- তারপরে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- সেল্ফ অ্যাটেস্টেড করা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কম্পিউটার সার্টিফিকেট।
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 20.07.2022 |
আবেদন শুরু | 20.07.2022 |
আবেদন শেষ | 04.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-