রাজ্যে সমাজকল্যাণ দফতরে নতুন চাকরি, মাসিক বেতন 33 হাজার 100 টাকা

social-welfare-section-murshidabad-recruitment-2023

মুর্শিদাবাদ জেলার  সমাজকল্যাণ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটে চার ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তির ভিত্তিতে হবে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে।

নোটিশ নং- 6857DCPU/Msd

নোটিশ প্রকাশের তারিখ- 24.07.2023

নিয়োগের বিস্তারিত তথ্য

1) পদের নাম- অফিসার ইন চার্জ / Officer-in- Charge

মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের LLB ডিগ্রি, অথবা সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশ্যাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। সাথে চাইল্ড ওয়েলফেয়ারে নূন্যতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা- 27 থেকে 42 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীরা মাসিক 33,100 টাকা বেতন হিসেবে পাবেন।

2) পদের নাম- কাউন্সেলর / Counsellor

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Social work/ Sociology / Psychology নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। অথবা, Counselling and Commication নিয়ে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, কম্পিউটার স্কিল থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম- মাসিক 23,170 টাকা বেতন দেওয়া হবে।

3) পদের নাম- চাইল্ড ওয়েলফেয়ার অফিসার / Child Welfare Officer

শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে LLB ডিগ্রি, অথবা সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশ্যাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। সাথে চাইল্ড ওয়েলফেয়ারে নূন্যতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীরা মাসিক 23,170 টাকা বেতন হিসেবে পাবেন।

4) পদের নাম- প্যারামেডিকেল স্টাফ (নার্স) / Paramedical Staff (Nurse)

শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক এবং GNM পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম- মাসিক 12,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 4 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

District Child Protection Unit Basement Southern part, Room No-1
Office of the District Magistrate
New Administrative Building Berhampore, Murshidabad
West Bengal. Pin-742101

প্রয়োজনীয় নথি

1. বয়সের প্রমাণ

2. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট

3. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

4. কাস্ট সার্টিফিকেট

5. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট

6. পাসপোর্ট সাইজের ছবি

আবেদনের তারিখ

16 অগাস্ট, 2023 তারিখের বিকেল 5 টার মধ্যে এখানে অফলাইনে করে ফেলতে হবে। লিখিত পরীক্ষার তারিখ – 27/08/2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleচাকরিপ্রার্থীদের বড় ধাক্কা! আদালতের নির্দেশে থমকে গেল ১১ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া
Next articleরাজ্যের সমাজকল্যাণ বিভাগে গ্রুপ-C, D চাকরি, নূন্যতম মাধ্যমিক পাশে আবেদন করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here