পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবারো নতুন করে আশা স্বাস্থ্য কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে শুরু করেছে। আজকের এই প্রতিবেদনে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লকের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিষয়ে জানাবো।
আশা কর্মী পদের জন্য শুধুমাত্র মহিলা চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবে। এ নিয়োগের ক্ষেত্রে ভালো একটি বিষয় হচ্ছে লিখিত কোন পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে মহিলা প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে। তাই এই চাকরিটি মহিলাদের জন্য ভালো একটি সুযোগ হতে চলেছে।
আশা কর্মী পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত হতে হবে, মাসিক বেতন কত দেওয়া হয়, কিভাবে আবেদন করতে হবে, কোন কোন ব্লকে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয়ে নিচে পরপর জানানো হলো।
আশা কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য (Asha Karmi Recruitment Details)
পদের নাম: আশা কর্মী (Accredited Social Health Activist- ASHA)
মাসিক বেতন: 4,500 টাকা করে আশা কর্মীদের বেতন দেওয়া হয়।
বয়স সীমা: আশা কর্মী পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। এসটি এবং এসসি শ্রেণীর আবেদনকারীদের বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হলে তারা আবেদন করতে পারবেন। বয়সের হিসাব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা:
- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে।
- আশা কর্মী পদের জন্য শুধুমাত্র বিবাহিতা/ বিবাহ বিচ্ছিন্ন/ বিধবা মহিলারা আবেদন করতে পারবে।
- সেই সাথে আবেদনকারী মহিলাকে অবশ্যই যে গ্রামে নিয়োগ করা হবে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
শূণ্যপদ: 350 টির বেশি শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া: মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে আশা কর্মী পদে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান: দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন ব্লকের স্বাস্থ্য কেন্দ্র গুলিতে নিয়োগ করা হবে।
যে সমস্ত ব্লকে নিয়োগ করা হবে:
ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, জয়নগর, বাসন্তী, বারুইপুর, সোনারপুর, নামখানা, গোসাবা, ক্যানিং, বজবজ, বিষ্ণুপুর, ইত্যাদি।
আবেদন প্রক্রিয়া:
সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিভিন্ন ব্লক অনুযায়ী নিয়োগের জন্য আলাদা আলাদা ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
ফর্ম প্রিন্ট করার পরে সেটি দরকারি তথ্য দিয়ে সঠিকভাবে ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপ সম্পন্ন হলে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য ডকুমেন্টস এর জেরক্স গুলি ফর্মের সাথে যুক্ত করে দিতে হবে।
এরপর সেগুলিকে একটি খামে ভরে নিজ নিজ গ্রামের বিডিও অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্ট লাগবে:
(1) মাধ্যমিক পাশ মার্কশিট এবং সার্টিফিকেট
(2) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট
(3) পাসপোর্ট সাইজের ছবি
(4) বসবাসসের প্রমাণপত্র
(5) বয়সের প্রমাণপত্র ইত্যাদি
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 28.09.2022 |
আবেদন শুরু | 28.09.2022 |
আবেদন শেষ | 29.10.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থার: Official Website
✅ আবেদন করার ফর্ম: Download Now
▶️ Daily Job আপডেট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার দপ্তরে চাকরি