সাউথ সেন্ট্রাল অর্থাৎ দক্ষিণ-মধ্য রেলের তরফ থেকে ৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করার হয়েছে। নোটিশ প্রকাশিত হওয়ার পরেই আমরা এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানাচ্ছি। প্রথমে জানিয়ে রাখি এটি অ্যাপ্রেনটিস নিয়োগের বিজ্ঞপ্তি। এই নিয়োগের বাকী তথ্যগুলি নিচে দেওয়া হচ্ছে।
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য স্কিল ইন্ডিয়া (Skill India) তরফ থেকে আবারো প্রচুর সংখ্যক শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগটি সাউথ সেন্ট্রাল রেলওয়েতে করা হবে।
সমগ্র দেশ তথা রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকেই নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে প্রশিক্ষণ (Training) চলাকালীন নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ডও দেওয়া হবে।
আপনিও যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন। এখানে কিভাবে আবেদন করতে হবে, নিয়োগ কিভাবে হবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত দরকার, শূন্যপদের সঠিক সংখ্যা কত ইত্যাদি সমস্ত তথ্য বিস্তারিত তুলে ধরা হয়েছে।
South Central Railway 4 Thousand Apprentice Recruitment
নোটিশ নম্বরঃ SCR/P-HQ/RRC/111/Act App/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 30.12.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য (Recruitment Details)
পদের নাম
অ্যাপ্রেন্টিস (Apprentice)
যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবে
(1) এসি মেকানিক (AC Mechanic)
(2) কার্পেন্টার (Carpenter)
(3) ডিজেল মেকানিক (Diesel Mechanic)
(4) ইলেকট্রিশিয়ান (Electrician)
(5) ইলেকট্রনিক মেকানিক (Electronic Mechanic)
(6) ফিটার (Fitter)
(7) মেশিনিস্ট (Machinist)
(8) মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স (Mechanic Machine Tool Maintainance)
(9) মিল রাইট মেইন্টেন্যান্স (Mill Wright Maintainance)
(10) পেইন্টার (Painter)
(11) ওয়েল্ডার (Welder)
স্টাইপেন্ড/বেতন
নির্দিষ্ট অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুসারে প্রার্থীদের প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাশ করে থাকতে হবে।
বয়সসীমা
এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।
মোট শূন্যপদ
এখানে সর্বমোট 4103 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর, সংশ্লিষ্ট ট্রেড টেস্ট এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
সাউথ সেন্ট্রাল রেলওয়ের অন্তর্গত এই অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে সমস্ত ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি সহজেই নিজের পদ্ধতি অনুসরণ করে নিজের মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে আবেদন করে নিতে পারবেন।
(1) প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট www.scr.indianrailways.gov.in এ প্রবেশ করতে হবে।
(2) এরপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
(3) রেজিস্ট্রেশনের পর নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আবেদনপত্রটি সামনে উপস্থিত হবে।
(4) এরপরে আবেদনপত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
(5) আবেদনপত্র পূরণের পর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
(6) সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করে দিতে হবে।
আবেদন ফি
- 100 টাকা অনলাইনে আবেদন করার সময় জমা করতে হবে।
- SC, ST, PWD এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন ফি লাগছে না।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 30.12.2022 |
আবেদন শুরু | 30.12.2022 |
আবেদন শেষ | 29.01.2023 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 NTRO-তে নিয়োগ 2023, অনলাইনে আবেদন চলছে
🎯 অ্যাকাডেমিক এবং নন টিচিং স্টাফ নিয়োগ
🎯 রাজ্যের রেসিডেন্সিয়াল স্কুলে গ্রুপ-ডি নিয়োগ