ভারতীয় সাউথ-সেন্ট্রাল (South-Central) অর্থাৎ দক্ষিণ-মধ্য রেলওয়েতে বিভিন্ন ধরনের পোস্টে শূন্যপদ থাকায় কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। এই অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গের সব জেলা থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিশদভাবে আলোচনা করা হয়েছে। আবেদন করার আগে বিস্তারিত জেনে নিন।
নোটিশ নং – P/SCR/H0/110/JT A (Works) Contractual/2023
নোটিশ প্রকাশ – 05.06.2023
দক্ষিন-পূর্ব রেলওয়েতে নিয়োগের বিস্তারিত তথ্য
1. পদের নাম- জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট / Junior Technical Associate
শূন্যপদ – 19 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – আবেদন করার জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ করে থাকতে হবে।
বয়সসীমা – 33 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম – প্রার্থীদের মাসিক 25,000 টাকা বেতন দেওয়া হবে।
2. পদের নাম- জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট / Junior Technical Associate (ড্রয়িং)
শূন্যপদ – 10 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – আবেদন করার জন্য প্রার্থীদের মেকানিক্যাল /ইলেকট্রনিকস / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন ডিগ্রি বা তিন বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বয়সসীমা – 33 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম – প্রার্থীদের মাসিক 27,000 টাকা বেতন দেওয়া হবে।
3. পদের নাম- জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট / Junior Technical Associate (ড্রয়িং)
শূন্যপদ – 6 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – আবেদন করার জন্য প্রার্থীদের ইনফরমেশন টেকনোলজি /ইলেকট্রনিকস / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন ডিগ্রি বা তিন বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বয়সসীমা – 33 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম – প্রার্থীদের মাসিক 30,000 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।
নিয়োগের সময়সীমা
এটি চুক্তি ভিত্তিক পোস্ট। 11/2023 তারিখ পর্যন্ত নির্বাচিত প্রার্থীদের নিয়োগ বহাল থাকবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 4 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়। সাথে পাঠাতে হবে একটি ডিমান্ড ড্রাফট।
আবেদন পাঠাবার ঠিকানা
Secretary to Principal Chief Personnel Officer & Senior Personnel Officer (Engineering), Office Principal Chief Personnel Officer, 4th Floor, Personnel Department, Rail Nilayam, South Central Railway, Secunderabad, Pin – 500025.
আবেদন মূল্য
জেনারেল পুরুষদের 500 টাকা এবং অন্যান্য সমস্ত প্রার্থীদের 250 টাকা করে আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
30 জুন, 2023 এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- মাধ্যমিক পাশে ITBP তে অনেকগুলি শূন্যপদে চাকরি
- গ্রুপ-সি সুপারভাইজার পদে চাকরি
- RBI-তে চাকরির চাকরির আবেদন চলছে
- রাজ্যের শিশু সুরক্ষা দফতরে গ্রুপ-C চাকরি