ভারতীয় রেলওয়ের সাউথ ইস্ট শাখাতে টেকনিক্যাল অ্যাসোসিয়েট শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিশদভাবে আলোচনা করা হয়েছে।
নোটিশ নং- SER/Con./HQ/Estt./TA/EN-2/2023
নোটিশ প্রকাশ- 06.07.2023
নিয়োগের বিস্তারিত তথ্য
পদের নাম
টেকনিক্যাল অ্যাসোসিয়েট / Technical Associate
শূন্যপদ
এখানে Civil Engineering Construction এ 32 টি, Electrical Construction এ 8 টি এবং S&T Construction এ 3 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের যথাক্রমে Civil Engineering/ Electrical Engineering/ Telecommunication/Electronics Engineering এ গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্থাৎ B. Tech বা B. E পাশ করে থাকতে হবে। সাথে GATE 2022 পাশ করে থাকতে হবে।
বয়সসীমা
18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম
প্রার্থীদের X ক্লাস শহরগুলিতে মাসিক 37,000 টাকা, Y ক্লাস শহরগুলিতে মাসিক 34,000 টাকা, Z ক্লাস শহরগুলিতে মাসিক 32,000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
GATE 2022 পরীক্ষায় প্রাপ্ত পার্সেন্টাইলের উপর ভিত্তি করে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা
এটি চুক্তি ভিত্তিক পোস্ট। চুক্তির ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের 19/09/2022 তারিখ পর্যন্ত নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 5 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় নথি অর্থাৎ পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
আবেদন পাঠাবার ঠিকানা
The Sr. Personnel Officer (M&EL), South Eastern Railway, 11, Garden Reach Road, Kolkata-700043।
আবেদনের তারিখ
27 জুলাই, 2023 এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- মহিলাদের জন্য কর্মসংস্থানের এই উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী
- NIMR এ গ্রুপ- C পদে নিয়োগ
- OBC, SC, ST প্রার্থীদের জন্য কর্মসংস্থান
- রাজ্যে আদালতে গ্রুপ- C পদে চাকরি