সাউদার্ন কমান্ডে গ্রুপ-C নিয়োগ, ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে

Southern Command Group C Civilian Recruitment

গ্রুপ-C সিভিলিয়ান পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাউদার্ন কমান্ড (Southern Command) হেড কুয়ার্টারে এই নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক হলেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই আবেদন করতে পারা যাবে।

সাউদার্ন কমান্ডের গ্রুপ-সি কোন কোন পদে চাকরির নিয়োগ চলছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদের সংখ্যা কয়টি আছে, মাসিক বেতনের পরিমান এবং আবেদন করার প্রক্রিয়া সহ নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিন, তারপর নির্দিষ্ট পদের জন্য অ্যাপ্লাই করুন। 

Southern Command Group C Civilian Recruitment

যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ

(1) বার্বার (Barber)

(2) চৌকিদার (Chowkidar)

নিয়োগের বিস্তারিত তথ্য (Post Details)

(1) পদের নাম- বার্বার

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 থেকে 56,900 টাকা। 

বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 25 বছর হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং বার্বার ট্রেডে দক্ষতা থাকতে হবে। সেইসাথে উক্ত কাজের ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 

শুন্যপদ- 12 টি (UR-7, SC-2, OBC-3)

(2) পদের নাম- চৌকিদার

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 থেকে 56,900 টাকা। 

বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 25 বছর হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। উক্ত ট্রেডের কাজের জ্ঞান এবং ১ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদ- 43 টি (UR-19, SC-5, OBC-9, EWS-10)

মোট শুন্যপদঃ  55 টি 

নিয়োগ প্রক্রিয়াঃ  লিখিত পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের বাছাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। 

লিখিত পরীক্ষার সিলেবাসঃ

Southern Command Exam Syllabus

আবেদন প্রক্রিয়াঃ

(Step 1) নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। 

(Step 2) অফিসিয়াল নোটিশের দুই নম্বর পেজে আবেদন করার ফর্ম দেওয়া আছে। 

(Step 3) ফর্মটি  A4 মাপের পেজে প্রিন্ট করতে হবে।

(Step 4) প্রিন্ট করার পর ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে।

(Step 5) এরপর ফর্মটির সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।

(Step 6) ফর্ম এবং ডকুমেন্টগুলিকে একসাথে গেথে দিয়ে একটি খামে ভরতে হবে।

(Step 7) আবেদনপত্রের খামটি একটি ঠিকানায় রেজিস্টার্ড পোষ্ট অথবা স্পীড পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ  

Presiding Officer BPP-I, HQ Southern Command C/o, 4012 Field Hospital, C/o 56 APO, Pin-904012. 

আবেদনের সময়সীমাঃ 

নোটিশ প্রকাশের 45 দিন পর্যন্ত সময়ের মধ্যে আবেদন করতে হবে। 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-

Previous articleSSC শিক্ষক নিয়োগের নিয়মে পরিবর্তন, বিস্তারিত জেনে নিন
Next articleরাজ্যে প্রচুর লাইব্রেরিয়ান নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি