Children Home Recruitment: রাজ্যের চিলড্রেন হোম অফিসে চাকরি! ২৩,১৭০ টাকা মাসিক বেতন, আবেদন পদ্ধতি দেখুন

special educator and educator recruitment in nadia children home
WhatsApp Group Join Now

রাজ্যের নদীয়া জেলার চিলড্রেন হোম অফিস (Children Home Office) থেকে চাকরির নিয়োগ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন ছেলে-মেয়ে সকলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবে।  

প্রথমেই জানিয়ে রাখি, লিখিত কোন পরীক্ষা এক্ষেত্রে নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বাছাই করে নির্দিষ্ট পদের চাকরিতে নিয়োগ দেওয়া হবে। 

এবার আমরা নিয়োগ সম্পর্কিত সমস্ত বিষয়। যেমন কোন পদে নিয়োগ করা হবে, বয়স কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কোন পদে কত করে মাসিক বেতন দেওয়া হবে, ইন্টারভিউ কবে কোথায় নেওয়া হবে ইত্যাদি সম্পর্কে। 

রাজ্যের চিলড্রেন হোমে নিয়োগ সম্পর্কিত তথ্য 

যেসব পদে নিয়োগ করা হবে 

১. স্পেশাল এডুকেটর (Special Educator)

২. এডুকেটর (Educator)

মাসিক বেতন 

১. স্পেশাল এডুকেটর- প্রতিমাসে ২৩ হাজার ১৭০ টাকা।

২. এডুকেটর- প্রতিমাসে ১০ হাজার টাকা।

বয়সসীমা 

উভয় পদের জন্যই আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা

১. স্পেশাল এডুকেটর- এডুকেশন বিষয়ে গ্রাজুয়েশন সাথে ডিপ্লোমা থাকতে হবে। কারো কাজের অভিজ্ঞতা থাকলে সেই প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

২. এডুকেটর- যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস হয়ে থাকলে এই ক্ষেত্রে আবেদন করা যাবে। তবে কারো যদি D.El.Ed অথবা D.Ed করা থাকে তবে অগ্রধিকার দেওয়া হবে। 

নিয়োগ পদ্ধতি

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের বাছাই করে তাদের মধ্য থেকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে লিখিত কোন পরীক্ষা নেওয়া হবে না। 

ইন্টারভিউয়ের তারিখ- 

১. স্পেশাল এডুকেটর- ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ১১ টার সময়।

২. এডুকেটর-  ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ১১ টার সময়।

ইন্টারভিউয়ের স্থান-

Office of the Children home for CWSN Boys, Nakashipara Nirmal Hriday Samity, Vill-Galaidaripara, P.O- Badbillwagram, P.S- Nakashipara, Dist- Nadia. Pin- 741126.

WhatsApp Group Join Now

আবেদন পদ্ধতি 

  • আবেদন করার জন্য প্রার্থীদের একটি বায়োডাটা (Biodata) লিখতে হবে। 
  • ওই বায়োডাটার সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং সার্টিফিকেট স্ক্যান করে এই [email protected] ই-মেইলে পাঠাতে হবে। 
  • বায়োটার ফর্ম অফিসিয়াল বিজ্ঞপ্তির ২ নম্বর পেজে দেওয়া আছে। 
  • (অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমাদের এই পেজের নিচের ডালিমকে ক্লিক করে মোবাইলে ডাউনলোড করতে পারবেন)। 

ইন্টারভিয়ের দিন যেসব ডকুমেন্ট নিয়ে যেতে হবে

(১) বয়সের প্রমাণ হিসেবে- জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড 

(২) বাসস্থান প্রমাণপত্র হিসেবে- আধার কার্ড অথবা ভোটার কার্ড 

(৩) মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশীট এবং গ্রাজুয়েশন এর মার্কশিট 

(৪) একটি সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের ছবি (ফর্মে লাগাতে হবে)। 

(৫) সরকারি অথবা বেসরকারি কোন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট 

(৬) ব্যাংকের পাসবুক

আরো আপডেট: জেলা ম্যাজিস্ট্রেটে গ্রুপ-সি ক্লার্ক এর চাকরি, পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে

গুরুত্বপুর্ণ লিঙ্ক

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Visit Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here