রাজ্যের গরীবদের জন্য সরকারি চাকরিতে বিশেষ সুবিধা, নতুন নিয়ম চালু করল মমতা সরকার

Special facilities in government jobs for the EWS of West Bengal

1/8: দেশের অনগ্রসর শ্রেণির মানুষজনের জন্য শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে সংবিধানে বিভিন্ন হারে সংরক্ষণের কথা লেখা আছে।

2/8: যেমন, তফসিলি জাতি অর্থাৎ এসটিদের ক্ষেত্রে ১৫ শতাংশ, তফসিলি উপজাতি অর্থাৎ এসসিদের ক্ষেত্রে ৭.৫ শতাংশ এবং অন্যান্য অনগ্রসর জাতি অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে ২৭ শতাংশ সীট সংরক্ষণের সুবিধা দেওয়া হয়।

3/8: তবে এর মাঝে বরাবর বঞ্চিত হয়ে এসেছেন দেশের এই তিনটি অনগ্রসর শ্রেণির মধ্যে একটিতেও না পড়া অথচ আর্থিক ভাবে দূর্বল অর্থাৎ গরীব মানুষরা

4/8: এই নিয়ে বহুবার আওয়াজ ও তুলেছেন উচ্চবর্ণের গরিব মানুষরা। পরবর্তীতে এই সব মানুষদের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের তরফে, সমাজের সর্বস্তরের গরিব মানুষের জন্য ইকোনমিকালি উইকার সেকশন বা EWS বলে একটি নতুন সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে।

5/8: EWS শ্রেণীর মানুষদের জন্য এবার একটি বড়ো পদক্ষেপ নিল রাজ্য সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে EWS দের জন্য আলাদাভাবে আসন সংরক্ষণ করা থাকবে।

6/8: বিভিন্ন সূত্র বলছে, বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস ইতিমধ্যেই রাজ্যের সরকারি এবং শিক্ষাকেন্দ্রে EWS দের ১০ শতাংশ রিজার্ভেশন দেওয়ার জন্য সরকারি নিয়মবিধির সপক্ষে সম্মতি জানিয়েছেন।

7/8: রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে পাঠানোও হয়ে গেছে এই নির্দেশিকা। এবার কিছুদিনের মধ্যেই বিভিন্ন চাকরি এবং শিক্ষাক্ষেত্রে EWS প্রার্থীরা পাবেন ১০ শতাংশ কোটার সুবিধা

8/8: ধারণা করা হচ্ছে, আসন্ন পঞ্চায়েত ভোটের আগে এই সংরক্ষণের সুবিধা দেওয়ার মাস্টার প্ল্যানটির মাধ্যমেই মানুষের ভোট জিততে চাইছেন রাজ্যের শাসক দল।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇