Unit of Security Printing & Minting Corporation of India Limited (SPMCIL) এর তরফ থেকে কলকাতাতে দুইটি পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের তো বটেই, সাথে দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন করতে হবে অফলাইনে। নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এই প্রতিবেদনটি পড়ুন।
নোটিশ নং- IGMK/HR (Estt.)/Consultant & S. O/67
নোটিশ প্রকাশের তারিখ- 31/07/2023
নিয়োগের বিস্তারিত তথ্য
1. পদের নাম- কনসালটেন্ট / Consultant (Civil)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন- যোগ্যতা অনুসারে প্রার্থীদেরকে মাসিক 50,000 / 60,000/ 65,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
2. পদের নাম- সিকিউরিটি অফিসার / Security Officer
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে।
বেতনক্রম- প্রার্থীকে মাসিক 50,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
বয়সসীমা- দুটি পদেই আবেদন করার জন্য সর্বোচ্চ 62 বছরের মধ্যে যাদের বয়স, সেই সব প্রার্থীরা আবেদন যোগ্য।
নিয়োগ পদ্ধতি
কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা
1 বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করার জন্যে https://igmkolkata.spmcil.com ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড কলে নিতে হবে। নোটিশের 6 নং পাতা থেকে আবেদনপত্র টি শুরু হচ্ছে। সেটি প্রিন্ট আউট করে নিয়ে নিজেদের তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন সহ প্রয়োজনীয় নথি সংযুক্ত করে নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা
Chief General Manager, India Govt. Mint, Alipore, Kolkata-700053
আবেদনের তারিখ
এখানে আবেদন করার শেষ দিন 21/08/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রামকৃষ্ণ মিশনে স্থায়ীভাবে শিক্ষক এবং গ্রুপ-D পদে নিয়োগ
- সংস্কৃতি দপ্তরে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি
- রাজ্যে মাধ্যমিক পাশে বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস পদে চাকরি
- SSC এর মাধ্যমে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ
- ভারতীয় এয়ারপোর্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
- পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে মাধ্যমিক পাশে চাকরি ২০২৩