ভারতের স্পোর্টস অথরিটি (Sports Authority of India) এর তরফ থেকে চাকরির একটি নোটিশ বের হয়েছে। এক্ষেত্রে চাকরিতে যুক্ত হতে পারলে প্রতি মাসে ভালো মাইনে পাওয়া যাবে।
ইন্ডিয়ান স্পোর্টস অথরিটির এই চাকরির জন্য সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সমগ্র ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে।
এই নিয়োগের ভালো একটি দিক হচ্ছে, এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। তাহলে চলুন আর বেশি দেরি না করেই আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত বিস্তারিত তথ্য একনজরে দেখে নিই।
Sports Authority of India Recruitment 2022
নোটিশ নম্বরঃ 01-08001(02)/5/2022-HO – Sports Science
নোটিশ প্রকাশের তারিখঃ 05.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
হাই পারফরমেন্স এনালিস্ট (High Performance Analyst)
বেতনঃ
উক্ত পদের জন্য প্রতিমাসে 1,05,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শূন্যপদ অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে ব্যাচেলরস ডিগ্রী পাশ করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ
আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
138 টি [58 (UR), 37 (OBC), 20 (SC), 10 (ST), 13 (EWS)]
পদের নাম এবং শুন্যপদঃ
- Physiotherapist- 42
- Strength & Conditioning Expert- 42
- Physiologist- 13
- Psychologist-13
- Biomechanics- 13
- Nutritionist- 13
- Biochemist- 02
নিয়োগ পদ্ধতিঃ
এখানে আবেদনকারী কে সরাসরি ইন্টারভিউয়েরর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা হবে না।
আবেদন পদ্ধতিঃ
উপরিউক্ত সমস্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট saijobs.sportsauthorityofindia.gov.in এ আবেদন করতে হবে।
সবার প্রথমেই নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে।
তারপরে আবেদনকারীকে লগইন করে অনলাইনে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- আধার কার্ড বা ভোটার কার্ড।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 05.08.2022 |
আবেদন শুরু | 05.08.2022 |
আবেদন শেষ | 05.09.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-