কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীনস্থ সশস্ত্র সীমা বাল অর্থাৎ SSB তে গ্রুপ-বি, নন গেজেটেড পদে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের দেশের যে কোনো স্থানে পোস্টিং দেওয়া হবে। রয়েছে শতাধিক শূন্যপদ। আরও বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হল।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 338/RC/SSB/Combined Advt./Sub-Inspectors/2023
যে পদে নিয়োগ করা হবে
1. সাব ইন্সপেক্টর (Pioneer)
শূন্যপদ- 20 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 30 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
2. সাব ইন্সপেক্টর (Draughtsman)
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশের সাথে দুই বছরের ট্রেডসম্যান সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 30 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
3. সাব ইন্সপেক্টর (Communication)
শূন্যপদ- 59 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- Electronics and Communication অথবা Computer Science এ B.E / B.Tech ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 30 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
4. সাব ইন্সপেক্টর (Staff Nurse Female)
শূন্যপদ- 29 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- নার্সিং ডিপ্লোমা এবং দুই বছরের কাজের থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 30 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- এখানের সমস্ত পদের জন্যই মাসিক 35400-112400 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
কম্পিউটার বেসড পরীক্ষা, ইন্টারভিউ এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.ssbrectt.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্যও।
আবেদন মূল্য
GEN, EWS, OBC প্রার্থীদের 200 টাকা করে দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শেষ হবে – 16/11/2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ভারত ইলেকট্রনিক্স সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, মাসিক বেতন 40 হাজার টাকা
👉 রাজ্যের স্কুলে শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগ! লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
👉 ইন্টারভিউয়ের মাধ্যমে SAIL এ চাকরির বিজ্ঞপ্তি, 50 হাজার টাকা মাসিক বেতন
👉 প্রধানমন্ত্রী লাইব্রেরীতে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 ৫ হাজার শূন্যপদে WBPSC এর মাধ্যমে ক্লার্কশিপ এর চাকরি, শুরু হলো নিয়োগের প্রস্তুতি