আজকের এই চাকরিটির জন্য অনেকেই অপেক্ষায় রয়েছে। তাদের অপেক্ষার অবসান ঘটল। মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। স্টাফ সিলেকশন কমিশন বা SSC এর তরফ থেকে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আজকের প্রতিবেদনে সেই নিয়োগের তথ্যই তুলে ধরা হয়েছে।
আবেদনকারী প্রার্থীদের মাল্টি টাস্কিং স্টাফ ও হাবলদার পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকেই নারী-পুরুষ নির্বিশেষে সকলেই এখানে আবেদন করতে পারবে।
কিভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত দরকার, বেতন কত দেওয়া হবে, নিয়োগ কিভাবে হবে ইত্যাদি সমস্ত তথ্য জানতে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়েনিন।
SSC 10 Thousand Vacancy Recruitment 2023
নোটিশ নম্বরঃ F.No.HQ-PPI03/26/2022-PP_1
নোটিশ প্রকাশের তারিখঃ 18.01.2023
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
(1) পদের নামঃ মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff- MTS)
মোট শূন্যপদঃ 10,880 টি।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
(2) পদের নামঃ হাবলদার (Havaldar)
মোট শূন্যপদঃ 529 টি।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মাসিক বেতন
SSC এর তরফ থেকে জারি হওয়া এই দুই পদের ক্ষেত্রে প্রতিমাসে বেসিক বেতন 18,000 টাকা সেইসাথে অন্যান্য ভাতা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ (Madhyamik Pass) করে থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত পর্যায়ে নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষা।
- ফিজিকেল ফিটনেস টেস্ট।
- ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট।
- ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট।
শারীরিক মাপ:
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা 157.5 Cms ও চেস্ট 81 Cms এবং মহিলাদের 152 Cms উচ্চতা এবং 48 Kg ওজন হতে হবে।
মাঠ পরীক্ষা:
মাঠ পরীক্ষা অর্থাৎ ফিজিকাল এফিশিয়েন্সি টেস্ট এর ক্ষেত্রে পুরুষদের 15 মিনিটে 1600 মিটার এবং মহিলাদের 20 মিনিটের 1000 মিটার দৌড়তে হবে।
পরীক্ষার সেন্টার
পশ্চিমবঙ্গের আবেদনকারীরা তাদের পরীক্ষা- আসানসোল, বর্ধমান, দূর্গাপুর, কোলকাতা এবং শিলিগুড়িতে দিতে পারবে।
আবেদন পদ্ধতি
স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে প্রকাশিত ওপরের দুই পদের জন্য সমস্ত ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের পদ্ধতি অনুসরণ করে আপনি সহজেই নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন।
(1) প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
(2) অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে নিজের নাম ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
(3) এরপরে রেজিস্ট্রেশনের সময় তৈরি করা আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
(4) লগইন করার পর নির্দিষ্ট বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী আবেদন পত্রটি ওপেন করতে হবে।
(5) তারপরে আবেদনপত্রটি নির্দিষ্ট পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করতে হবে।
(6) আবেদনপত্র পূরণ করার পর শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
(7) সবশেষে কাস্ট অনুযায়ী নির্দিষ্ট আবেদন ফি 100 টাকা জমা দিয়ে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
আবেদন ফি
এখানে আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা ধার্য করা হয়েছে। SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি হবে না। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি মাধ্যমে টাকা জমা করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 18.01.2023 |
আবেদন শুরু | 18.01.2023 |
আবেদন শেষ | 17.02.2023 |
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Click Here
✅ অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ অফিসিয়াল নোটিশ- Click Here
✅ আবেদন করার লিংক- Click Here
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 পশ্চিমবঙ্গে অ্যাকাউন্ট ম্যানেজার পদে চাকরি
🎯 CTET-পাশেদের রাজ্যের প্রাইমারিতে সুযোগ দেওয়া নিয়ে মামলা