কেন্দ্রীয় নিয়োগ সংস্থা SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় 1600 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। Combined Higher Secondary Level অর্থাৎ CHSL পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।
সারা ভারতের যে কোনো স্থান থেকে পুরুষ, মহিলা সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। আপনিও যদি এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক থাকেন তবে নিচের দেওয়া তথ্য গুলি ভালো করে দেখুন।
নোটিশ নম্বর – HQ-PPI03/11/2023-PP
নোটিশ প্রকাশের তারিখ – 09.05.2023
যে সব পদে নিয়োগ হবে (SSC CHSL Recruitment 2023 Posts)
এখানে মোট তিন ধরনের পদ রয়েছে-
(1) লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)/ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA) / Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
(2) ডেটা এন্ট্রি অপারেটর (DEO) / Data Entry Operator (DEO)
(3) ডেটা এন্ট্রি অপারেটর, গ্রেড ‘এ’ / Data Entry Operator, Grade ‘A’
শূন্যপদ (SSC CHSL Recruitment 2023 Vacancy)
SSC CHSL পরীক্ষার মাধ্যমে এখানে মোট 1600 টি শূন্যপদে সরকারি কর্মচারি নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (SSC CHSL Recruitment 2023 Qualification)
আবেদন করার জন্য –
1. প্রার্থীদের ভারতীয় নাগরিক হতে হবে।
2. যে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
বয়সসীমা (SSC CHSL Recruitment 2023 Age Limit)
18 থেকে 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ আবেদনকারী প্রার্থীদের জন্ম হতে হবে 02-08-1996 থেকে 01-08-2005 তারিখের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।
পদ অনুযায়ী বেতন (SSC CHSL Recruitment 2023 Salary)
পদ অনুয়ায়ী বেতনক্রম নিম্নরূপ :
1. Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) – 19,900 থেকে 63,200 টাকা।
2. Data Entry Operator (DEO) – 25,500 থেকে 81,100 টাকা।
3. Data Entry Operator, Grade ‘A – 25,500 থেকে 81,100 টাকা।
নিয়োগ পদ্ধতি (SSC CHSL 2023 Recruitment Process)
লিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্টের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষার দুটি ধাপ থাকবে। CBT-I এবং CBT-II। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের টাইপিং টেস্টের জন্য ডাকা হবে।
পরীক্ষার সেন্টার (SSC CHSL 2023 Exam Centre in West Bengal)
পশ্চিমবঙ্গের বাসিন্দারা তাদের SSC CHSL পরীক্ষার সেন্টার হিসেবে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি-কে নির্বাচন করতে পারবে।
নিয়োগের স্থান (SSC CHSL Recruitment 2023 Job Posting)
SSC CHSL পরীক্ষার মাধ্যমে যারা পাশ করবে তাদেরকে বা নির্বাচিত প্রার্থীদের দেশের যে কোনো স্থানে প্রার্থীদের পোস্টিং দেওয়া হতে পারে।
আবেদন পদ্ধতি (SSC CHSL Recruitment 2023 Application Process)
যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in-এ গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন ফি (SSC CHSL Recruitment 2023 Application Fees)
এখানে আবেদন করার জন্য UR, EWs এবং OBC পুরুষদের 100 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। ST, SC এবং মহিলাদের কোনও আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের সময়সীমা (SSC CHSL Recruitment 2023 Last Date to Apply)
08.06.2023 তারিখের রাত 11.59 এর মধ্যে এখানে সমস্ত প্রার্থীদের অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- সামাজিক ন্যায় বিচার দফতরে চাকরি
- IIT তে গ্রুপ-A, B, C পদে চাকরি
- পশ্চিমবঙ্গের পৌরসভায় SAE পদে চাকরি
- অ্যাটমিক এনার্জি দপ্তরে গ্রুপ-সি শ্রেণীর চাকরি