7547 টি শূন্যপদে SSC কনস্টেবল চাকরির বিজ্ঞপ্তি, 30 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন চলবে

SSC Constable 7547 Recruitment Notification 2023

স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC এর তরফে কনস্টেবল হিসেবে দিল্লী পুলিশে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।

দেশের সমস্ত যোগ্য পুরুষ এবং মহিলা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এই নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং-  HQ-PPI03/15/2023-PP_1

যে পদে নিয়োগ হবে

কনস্টেবল (এক্সিকিউটিভ) / Constable (Executive)

শূন্যপদ

  • সর্বমোট 7547 টি শূন্যপদ রয়েছে দেশব্যাপী।
  • এখানে পুরুষ কনস্টেবলদের জন্য 5056 টি শূন্যপদ রয়েছে।
  • মহিলা কনস্টেবলদের জন্য 2491 টি শূন্যপদ রয়েছে। 

যোগ্যতা

  • এখানে আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ করা সার্টিফিকেট থাকতে হবে।
  • পুরুষ প্রার্থীদের LMV ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়সসীমা

  • 18 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
  • সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
  • বয়সের হিসেব করতে হবে 01/07/2023 তারিখের হিসেবে। এক্ষেত্রে প্রার্থীদের জন্ম হতে হবে 02/07/1998 থেকে 01/07/2005 তারিখের মধ্যে।

বেতনক্রম

লেভেল 3 অনুয়ায়ী, মাসিক 22,700 টাকা থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের। সাথে নানান ভাতা এবং জয়েনিং বোনাস দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

Computer Based Test এবং Physical Endurance and Measurement Test (PE&MT) এর মাধ্যমে এখানে প্রার্থীকে নিয়োগ করা হবে। পরীক্ষায় থাকবে ইংরেজি এবং হিন্দি। বিশদ সিলেবাস জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://ssc.nic.in/ ওয়েবসাইটে গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

  • এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC পুরুষদের 100 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
  • Women/ SC /ST /PwD দের কোনও আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনের সময়সীমা

  • আবেদন করার শুরুর তারিখ:  01/09/2023
  • আবেদন করার শেষ তারিখ: 30/09/2023 

পরীক্ষার তারিখ

আগামী ডিসেম্বর মাসে দিল্লী পুলিশ পদের জন্য পরীক্ষা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 টাটা মেমোরিয়াল সেন্টারে ক্লার্ক, গ্রুপ-C এবং গ্রুপ-D পদে কর্মী নিয়োগ

👉 ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-A পদে চাকরি

👉 ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের হস্টেলে গ্রুপ-D চাকরি

👉 ফুড SI এর দুর্নীতি আটকাতে নজিরবিহীন সিদ্ধান্ত PSC কমিশনের, এইভাবে প্রশ্ন করা হবে

👉 হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ

Previous articleরাজ্যে CNMC তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, মাসিক বেতন 25 হাজার টাকা | CNMC Recruitment 2023
Next articleভারতীয় রেলে 2409 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিসে নিয়োগ, মাধ্যমিক পাশে চাকরি | Railway Apprentice Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here