স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC এর তরফে গ্রুপ সি পদে মাল্টি টাস্কিং স্টাফ হিসেবে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
দেশের সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কেবলমাত্র মাধ্যমিক পাশ হলেই এখানে আবেদন করা যাবে। নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নোটিশ নং – F.No.HQ-PPI03/12/2023-PP_1
(1) পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ / Multi Tasking Staff (MTS)
শূন্যপদ –
এখানে মোট 1198 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা –
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা –
18 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম –
মাসিক 5,200 টাকা থেকে 20,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের। সাথে নানান ভাতা এবং জয়েনিং বোনাস দেওয়া হবে।
(2) পদের নাম- হাবিলদার / Havaldar
শূন্যপদ –
এখানে মোট 360 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা –
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা –
18 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম –
মাসিক 5,200 টাকা থেকে 20,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের। সাথে নানান ভাতা এবং জয়েনিং বোনাস দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি –
Computer Based Test এবং Physical Eligibility Test এর মাধ্যমে এখানে প্রার্থীকে নিয়োগ করা হবে। পরীক্ষায় থাকবে ইংরেজি, জেনারেল নলেজ, রিজনিং এবং অঙ্ক। সিলেবাস জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
আবেদন পদ্ধতি –
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://ssc.nic.in/ ওয়েবসাইটে গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য-
এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC পুরুষদের 100 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। Women/ SC /ST /PwD দের কোনও আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের সময়সীমা –
21 জুলাই, 2023 এখানে আবেদন করার শেষ দিন।
পরীক্ষার তারিখ-
আগামী সেপ্টেম্বর মাসে MTS পরীক্ষা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- মাধ্যমিক পাশে পাওয়ার কর্পোরেশনে বিনামূল্যে প্রশিক্ষণ
- AIIMS রায়পুরে শতাধিক শূন্যপদে SR পদে চাকরি
- রাজ্যের খড়গপুরে ১৫৩ টি শূন্যপদে নিয়োগ
- রাজ্যের BITM মিউজিয়ামে গ্রুপ-C অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরি