কেন্দ্রীয় সরকারের অন্তর্গত স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC এর তরফ থেকে জুনিয়ার ইঞ্জিনিয়ার (SSC JE Recruitment Notice) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিভিন্ন অর্গানাইজেশনে এই নিয়োগটি করা হবে।
SSC JE নিয়োগের ক্ষেত্রে রাজ্যের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
SSC JE নিয়োগের ক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য যেমন বেতন কতো দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কতো, শূন্যপদের সংখ্যা কতো, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য নিজের প্রতিবেদনে পরিষ্কারভাবে উল্লেখ করা হলো।
SSC JE Recruitment 2022
নোটিশ নম্বরঃ HQ-PPII03(2)/2/2022-PP_II
নোটিশ প্রকাশের তারিখঃ 12.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
সিভিল & মেকানিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার (Civil & Mechanical Engineer)
বেতনঃ
এই পদের জন্য প্রতিমাসে Pay Level 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উল্লেখিত বিষয়ে অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী কোর্স অথবা ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে।
বয়সসীমাঃ
আবেদনপ্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুয়ায়ী 30 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতিঃ
এখানে প্রার্থীদের নিম্নলিখিত পর্যায়ে নিয়োগ করা হবে।
- পেপার 1 (কম্পিউটার বেসড এক্সামিনেশন) – 200 নম্বর
- পেপার 2 (লিখিত পরীক্ষা) – 300 নম্বর
আবেদন পদ্ধতিঃ
এবার আমরা জেনে নেব আবেদন আবেদন পদ্ধতি।
এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।
সবার প্রথমে নিজের নাম ও দরকারি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
এরপর লগইন করে অনলাইনে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
আবেদন করার সময় দরকারি কিছু নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট (Submit) করতে হবে।
আবেদন ফিঃ
এখানে আবেদন ফি হিসাবে জেনারেল প্রার্থীদের কাছ থেকে 100 টাকা এবং SC/ST/PWD/Ex-serviceman এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি নেওয়া হবে না।
আবেদন ফি জমা করতে হবে BHIM UPI, Net Banking অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইত্যাদির মাধ্যমে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 12.08.2022 |
আবেদন শুরু | 12.08.2022 |
আবেদন শেষ | 02.09.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-