1/7: দীর্ঘদিনের অচলাবস্থা কেটে অবশেষে আশার আলো রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীর সামনে। দীর্ঘ সাত বছর পর আবার SSC পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখা দিল। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বকেয়া শিক্ষক নিয়োগের পরীক্ষার পাশাপাশি প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষাও হবে। এর জন্য বিধি বদলের কাজ দ্রুত গতিতে চলছে।
2/7: রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগেও দুর্নীতি, হাইস্কুলগুলির অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এই নিয়ে আদালতে মামলাও হয়েছে। তদন্ত করছে সিবিআই ও ইডি।
3/7: স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন কর্তারা বর্তমানে জেলে আছেন। এই সমস্ত জটিলতার কারণেই গত সাত বছর ধরে SSC পরীক্ষা হয়নি। ফলে প্রতিবছর হাজার হাজার ছেলেমেয়ে বিএড পাস করেও বেকার হয়ে বসে আছেন। এদিকে নতুন শিক্ষক নিয়োগ না হওয়ায় রক্তাল্পতায় ভুগছে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলি। বহু স্কুলে ছাত্র-পড়ুয়া অনুপাত তলানিতে এসে ঠেকেছে।
4/7: মাসখানেক আগে আদালত অবশ্য জানিয়ে দেয়, পুরনো শিক্ষক নিয়োগ নিয়ে আদালতে মামলা চললেও SSC নতুন শিক্ষক নিয়োগ করতে পারবে, এতে কোনও আইনি বাধা তৈরি হবে না। এরপরই তৎপর হয়ে ওঠে স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ।
5/7: রাজ্য সরকারও জানিয়ে দেয় তারা দ্রুত শিক্ষক নিয়োগ করতে চান। সূত্রের খবর দুর্গাপুজোর আগেই SSC পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। সেখানে কবে পরীক্ষা হবে, কত শূন্যপদ থাকবে, কবের মধ্যে আবেদন করতে হবে, যোগ্যতা কী সবকিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
6/7: তবে অতীত থেকে শিক্ষা নিয়ে এবারে নিয়োগ প্রক্রিয়া একদম ত্রুটিমুক্ত এবং বিতর্কহীন রাখতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। সেই লক্ষ্যে SSC পরীক্ষার বিধি বদলের কাজ চলছে বলে জানা গিয়েছে। SSC সূত্রে খবর, অতীতের মত পাঁচটি জোনে শিক্ষক নিয়োগের বিষয়টি এবার আর থাকছে না। বদলে কেন্দ্রীয়ভাবে নিয়োগের পরীক্ষা এবং শূন্যপদ ঘোষণা করা হবে। দুর্নীতি বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা হবে।
7/7: এদিকে এতদিন সরকার পোষিত হাইস্কুলগুলির প্রধান শিক্ষকের পদ সিঙ্গেল ক্যাডার ভিত্তিক ছিল। কিন্তু এবার থেকে সেই বিধিবদল হচ্ছে। ফলে প্রধান শিক্ষক পদের জন্য নিয়ম অনুযায়ী তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অনগ্রসর শ্রেণি সংরক্ষণ কোটা প্রকাশ করা হবে। সেই বিধি বদলের কাজই এখন জোরকদমে চলছে। এই গোটা বিষয়টি মিটে গেলে এসএসসির বিজ্ঞপ্তি জারি হবে বলে খবর।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 HSCC তে ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 60 হাজার টাকা
👉 2022 টেট পাশেদের জন্য চাকরির বিজ্ঞপ্তি কবে? অবশেষে মুখ খুললেন পর্ষদ সভাপতি
👉 রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ৭৫০০ শূন্যপদে নিয়োগের আপডেট, দুর্গাপুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু
👉 হিন্দুস্থান কপার লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
👉 সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশনে চাকরি, তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে আবেদন করুন