WBSSC New Rule: রাজ্যের শিক্ষক নিয়োগে অ্যাকাডেমিক স্কোর বাতিলের সুপারিশ এসএসসির, বিস্তারিত আপডেট জানুন

SSC recommends cancellation of academic score in West bengal teacher recruitment

1/8: রাজ্যের শিক্ষক নিয়োগ এখন একটি অন্যতম ‘হট টপিক’। কখনও নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতা থাকার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাচ্ছে অথবা কখনও স্কুল সার্ভিস কমিশনের তরফে নিয়োগ পদ্ধতির নিয়ম বদলানো হচ্ছে।

2/8: গত 5 মার্চ, বুধবার এসএসসির বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, ‘‘এসএসসির তরফে অ্যাকাডেমিক নম্বর (অ্যাকাডেমিক স্কোর) তুলে দেওয়ার জন্য রাজ্যের শিক্ষা দফতরের কাছে সুপারিশ করা হয়েছে।’’

3/8: কিন্তু হঠাৎ করে কেন এমন বদলের কথা ভাবা হচ্ছে? এর উত্তরে সিদ্ধার্থ মজুমদার বলেন, যেসব প্রার্থীরা গত 10 বছর আগে পাশ করেছেন, তাঁদের সঙ্গে বর্তমানের স্নাতক বা স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে নম্বরের বিশাল তফাত। কারণ কোভিড পরিস্থিতিতে ঢেলে নম্বর দেওয়া হয়েছে সবাইকে।

4/8: পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নম্বর দেওয়ার ‘প্রবণতা’ সমান নয়। তাই প্রতিযোগীদের মধ্যে সমতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন।

5/8: কমিশনের তরফে জানানো হয়েছে, এখন কেবল রাজ্যের নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগের বিষয়ে আলোচনা করা হয়েছে। সিদ্ধার্থ মজুমদার জানান, ‘‘এই পদ্ধতিতে নিয়োগ করার মধ্যে নির্বাচন প্রক্রিয়ায় সামঞ্জস্য থাকবে। যোগ্যতা যাচাইয়ের জন্য আমরা ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার পক্ষপাতী।’’

6/8: পাশাপাশি আরও একটি সুপারিশ করা হয়েছে কমিশনের তরফে। 2019-20 সালে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউয়ের পর্ব উঠে গেলেও তা আবার ফেরত আনতে আগ্রহী বলে জানিয়েছেন চেয়ারম্যান

7/8: এসএসসি এখন কেবলমাত্র নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের নিয়ম বদলের জন্য শিক্ষা দফতরের কাছে সুপারিশ জানিয়েছে। এর পর এই সুপারিশগুলি সংশ্লিষ্ট দফতরগুলি থেকে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়

8/8: সেই মন্ত্রিসভার বৈঠকে এই সুপারিশ গুলি ছাড়পত্র পেলে গেজেট আকারে প্রকাশ করা হবে রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত নতুন নিয়ম। আদৌও এই বদল মন্ত্রিসভার অনুমোদন পায় কিনা, এখন সেটাই দেখার।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇