পশ্চিমবঙ্গের অন্তর্গত একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফ থেকে সম্প্রতি নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায় মহারাজা জিতেন্দ্র নারায়ন (MJN) মেডিকেল কলেজ ও হসপিটালে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটি করা হবে।
থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট বিভাগে প্রার্থীদের নিয়োগ করা হবে। রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে ইচ্ছুক এবং দরকারি যোগ্যতাসম্পন্ন চাকরি প্রার্থীরা সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এই নিয়োগের ক্ষেত্রে আবেদন কিভাবে করতে হবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত, বেতন কত দেওয়া হবে, মোট কটি শূন্য পদে নিয়োগ করা হবে, নিয়োগ পদ্ধতি কেমন হবে প্রভৃতি তথ্য বিস্তারিতভাবে নিচের প্রতিবেদনে আলোচনা করা হলো। এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক থাকলে আবেদনের পূর্বে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে নিন।
Staff Nurse Recruitment in MJN Medical College and Hospital
নোটিশ নম্বরঃ MJNMC/Prin/1397/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 29.09.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ স্টাফ নার্স– ফর থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট (Staff Nurse- for Thalassemia Control Unit)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে বেতন হিসেবে 25,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM নার্সিং পাশ করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আওতায় রেজিস্ট্রিভুক্ত থাকতে হবে।
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 02 টি।
(2) পদের নামঃ স্টাফ নার্স- ফর আর্ট সেন্টার (Staff Nurse- for Art Center)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে বেতন হিসেবে 13,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Sc নার্সিং অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ GNM বা ANM নার্সিং পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ NACO এর গাইডলাইন্স অনুসারে 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 60 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 01 টি।
নিয়োগ পদ্ধতিঃ
স্টাফ নার্স পদের জন্য প্রার্থীদের নিম্নলিখিত পর্যায়ে নির্বাচন করা হবে।
- লিখিত পরীক্ষা (Written Exam)
- কম্পিউটার টেস্ট (Computer Test)
- ইন্টারভিউ (Interview)
আবেদন পদ্ধতিঃ
- শুরুতেই বলা হয়েছে স্টাফ নার্স পদের জন্য আবেদন সরাসরি অফলাইনে করতে হবে।
- তাই যে সমস্ত প্রার্থীরা স্টাফ নার্স পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে যুক্ত আবেদনপত্রটি মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।
- তারপরে, ডাউনলোড করা আবেদন পত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।
- এরপর সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আবেদন পত্রটিকে সঠিকভাবে পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলিকে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যোগ করতে হবে।
- সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে নিচে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
O/o the Principal, MJNMC&H, Vivekananda Street, Pilkhana, Cooch Behar – 736101
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 29.09.2022 |
আবেদন শুরু | 29.09.2022 |
আবেদন শেষ | 13.10.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হলদিয়ায় বিনামূল্যে ট্রেনিং