রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দার্জিলিং জেলার বিভিন্ন সুসংহত শিশু কেন্দ্র গুলিতে উচ্চ মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। কেবলমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবেন।
এই পদগুলি স্বেচ্ছা সেবামূলক। এক্ষেত্রে প্রার্থীদের সরকারি ভাতা দেওয়া হলেও, তাঁরা সরকারি কর্মী হিসেবে বিবেচিত হবেন না। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 174 /ICDS/KPG-1
নোটিশ প্রকাশের তারিখ- 09/11/2023
যে পদে নিয়োগ করা হবে
অঙ্গনওয়াড়ি সহায়িকা
শূন্যপদ
এখানে মোট 30 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পাশ করে থাকা সকল মহিলা প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের উচ্চতর ডিগ্রী থাকলেও এখানে আবেদন করা যাবে। এর সাথে, শূন্যপদ যুক্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীদের।
বয়সসীমা
01/01/2023 তারিখের হিসেবে 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান
দার্জিলিং জেলার কালিম্পং, তিস্তা, তাসিডিং, পাবরিংতার ইত্যাদি এলাকার বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 4 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে।
ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি হাতে করে অথবা পোস্টের মাধ্যমে দিয়ে আসতে হবে নীচের ঠিকানায়।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
To,
The Member Convener,
District Level Selection & Monitoring Committee,
Kalimpong-1 ICDS Project
Office of Block Development Officer (BDO),
Kalimpong-1 Development Block,
Kalimpong, PIN-734301
আবেদনের সময়সীমা
08/12/ 2023 তারিখের বিকেল 5 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ম্যানেজার সহ বিভিন্ন পদে নিয়োগ, 48 হাজার 170 টাকা মাসিক বেতন
👉 রাজ্য পুলিশে প্রচুর শূন্যপদে নিয়োগ, নবান্ন থেকে গুরুত্বপূর্ণ আপডেট
👉 ডাক বিভাগে গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি! মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 সিকিউরিটি গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, সপ্তম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি
👉 রাজ্যে 1000 শূন্যপদে বন সেবক নিয়োগের সিদ্ধান্ত, জানুন বিস্তারিত আপডেট