যারা যারা ব্যাংকের চাকরি করতে চান তাদের জন্য ব্যাংকের নতুন একটি চাকরির আপডেট। ভারতের রাষ্ট্রীয় ব্যাংক ‘স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া’ তে সার্কেল বেসড অফিসার পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের বিভিন্ন সার্কেলে নিয়োগ করা হবে। আপনি যে সার্কেলে আবেদন করতে চান সেটিতে আবেদন করতে পারবেন।
আজকে আমরা এই পোষ্টে ‘স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া’ তে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন-শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মাসিক বেতন কত দেওয়া হবে, আবেদনকারীর বয়স কত হতে হবে এবং কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু জানাবো।
SBI Circle Based Officers Recruitment 2022
নোটিশ নম্বরঃ CRPD/ CBO/ 2021-22/19
পদের নামঃ সার্কেল বেসড অফিসার (Circle Based Officer)
বেতনঃ প্রতি মাসে 36,000 থেকে 63,840 টাকার মধ্যে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে 01.012.2021 তারিখ অনুযায়ী। বয়সের ক্ষেত্রে SC, ST শ্রেনিরা ৫ বছরের, OBC শ্রেনিরা ৩ বছরের এবং PWD শ্রেনির আবেদনকারীরা ১৫ বছর পর্যন্ত ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
মোট শুন্যপদঃ 1226 টি
যেসমস্ত সার্কেলে নিয়োগ করা হবেঃ
(1) আহমেদাবাদ
(2) বেঙ্গালুরু
(3) ভোপাল
(4) চেন্নাই
(5) জয়পুর
সার্কেল অনুযায়ী শুন্যপদঃ
নিয়োগ প্রক্রিয়াঃ
অনলাইন লিখিত পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষার সেন্টারঃ
ভারতের বিভিন্ন জায়গায় এই চাকরির পরীক্ষার জন্য সেন্টার রয়েছে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা- কোলকাতা, হুগলি এবং কল্যাণী এই তিন সেন্টারের মধ্যে যেকোনো একটি পরীক্ষা দিতে পারবে।
লিখিত পরীক্ষার প্রক্রিয়াঃ
দুটি ধাপে অনলাইন লিখিত পরীক্ষা হবে।
- প্রথমে 120 নম্বরের (Objective Test) MCQ টাইপের পরীক্ষা হবে যার সময়সীমা থাকবে 2 ঘন্টা।
- Objective Test এর পরে 50 নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষা (Descriptive Test) যার সময়সীমা থাকবে 30 মিনিট
লিখিত পরীক্ষার সিলেবাসঃ
Objective Test (MCQ) | |||
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর | সময় |
1. ইংলিশ ল্যাঙ্গুয়েজ | 30 | 30 | 30 মিনিট |
2. ব্যাংকিং নলেজ | 40 | 40 | 40 মিনিট |
3. জেনারেল অ্যাওয়ারনেস/ইকোনমি | 30 | 30 | 30 মিনিট |
4. কম্পিউটার অ্যাপ্টিটিউড | 20 | 20 | 20 মিনিট |
মোট | 120 | 120 | 120 |
- ডেসক্রিপটিভ পরীক্ষা (Descriptive Test)– এর ক্ষেত্রে ইংরেজিতে 50 নম্বরের Letter এবং Essay রাইটিং দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়াঃ
চাকরি করতে ইচ্ছুক ব্যাক্তিরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে আবেদনকারীকে রেজিস্টার করতে হবে তারপর যাবতীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে এবং আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
> আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার লিংক নিচে দেওয়া হল। ওখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদন ফিঃ
General/ EWS/ OBC দের জন্য আবেদন ফি লাগবে 750 টাকা। SC/ ST/ PWD শ্রেনিদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 09.12.2021 |
আবেদন শুরু | 09.12.2021 |
আবেদন শেষ | 29.12.2021 |
অনলাইন পরীক্ষার কল লেটার ডাউনলোড | 12.01.2022 |
অনলাইন লিখিত পরীক্ষা | জানুয়ারি 2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
▶️ স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট |
আরো চাকরির আপডেট |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।