দেশের সর্ববৃহৎ সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। এই প্রসঙ্গে SBI এর তরফে একটি নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে, কেবলমাত্র গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বিপুল পরিমাণ শূন্যপদ রয়েছে এখানে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- CRPD/CR/2023-24/27
যে পদে নিয়োগ হবে
জুনিয়র অ্যাসোসিয়েট / JUNIOR ASSOCIATES
শূন্যপদ
এখানে মোট 8283 টি শূন্যপদ রয়েছে। রাজ্য ভিত্তিক শূন্যপদ রয়েছে এখানে। পশ্চিমবঙ্গে মোট 114 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।
বয়সসীমা
এই পদের জন্য সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। বয়স হিসেব করতে হবে 01.04.2023 তারিখের সাপেক্ষে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন
17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550-1730/7-42600-3270/1-45930-1990/1-47920. পে স্কেলে বেতন দেওয়া হবে। শুরুতে 19,900 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে প্রিলিমিনারি পরীক্ষা এবং মেনস পরীক্ষার মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে। সিলেবাসের বিষয়ে বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করে নিন।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://bank.sbi/careers/current-openings ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে।
এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
SC/ST/PWD প্রার্থীদের জন্য কোন আবেদন মূল্য নেই তবে টাকা এবং অন্যান্য প্রার্থীদের জন্য 750 টাকা আবেদন মূল্য বাবদ ধার্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
- এখানে আবেদন করার শেষ দিন 07/12/2023 তারিখ।
- প্রিলিমিনারি পরীক্ষা জানুয়ারি, মেনস পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 আয়কর দপ্তরে ডিরেক্টর সহ বিভিন্ন পদে চাকরি, 28 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে
👉 রাজ্যের ২৫৩ টি B.Ed কলেজ বাতিল, এই নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?
👉 ICMR এ প্রোজেক্ট টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ
👉 বিদ্যুৎ সংস্থায় প্রোজেক্ট কো অর্ডিনেটর নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ
👉 স্বাস্থ্য পরিষেবা দপ্তরে অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরি, 30 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে