রাজ্যের উত্তরবঙ্গের কোচবিহার জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ (Health and Family Welfare) দপ্তরে তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেশ কয়েক ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে এখানের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে।
রাজ্যের সমস্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারেন। নির্বাচিত কর্মীদের পোস্টিং দেওয়া হবে কোচবিহার জেলার বিভিন্ন মেডিকেল ইউনিটে। এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে বলে জানানো হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- DH&FW/COBCOB/5196
নোটিশ প্রকাশ- 23.08.2023
যে পদে নিয়োগ করা হবে
1. কাউন্সেলর / Counsellor
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- সোশ্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সাথে, কম্পিউটার স্কিল থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতার পাশাপাশি আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম- মাসিক 20,000 টাকা বেতন দেওয়া হবে।
2. কমিউনিটি নার্স / Community Nurse
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- GNM পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে 1 মাসের সাইকিয়াট্রিক নার্সের ট্রেনিং করে থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন
বেতনক্রম- মাসিক 15,000 টাকা করে বেতন দেওয়া হবে।
3. সাইকিয়াট্রিক নার্স / Psychiatric Nurse
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- Psychiatric Nursing এ B.Sc/M.Sc/DPN থাকলে এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম- মাসিক 25,000 টাকা বেতন দেওয়া হবে।
4. ক্লিনিকাল সাইকোলজিস্ট / Clinical Psychologist
শূন্যপদ- 6 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- ক্লিনিকাল সাইকোলজি নিয়ে মাস্টার্স ডিগ্রি পাশ করে থাকতে হবে। সাথে, কম্পিউটার স্কিল থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম 1 বছরের কাজের অভিজ্ঞতার পাশাপাশি আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম- মাসিক 30,000 টাকা বেতন দেওয়া হবে।
5. অপথ্যালমিক অ্যাসিস্টেন্ট / Ophthalmic Assistant
শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশের সাথে Optometry and Ophthalmic Technique ডিপ্লোমা কোর্সটি করে থাকতে হবে।
বয়সসীমা- 40 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- 18,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।
6. মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার / Multi Rehabilitation Worker
শূন্যপদ- 8 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- ফিজিওথেরাপি নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকতে হবে। সাথে, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 18,000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। এরপরে জমা দেওয়া ফর্মটি প্রিন্ট করিয়ে নিয়ে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানাতে।
আবেদন পাঠাবার ঠিকানা
CMOH & Secretary, Dist. Health & Family Welfare Samiti, Cooch Behar. Lalbag. Debihari Road, Cooch Behar।
আবেদন মূল্য
জেনারেল প্রার্থীদের 100 টাকা এবং বাকি প্রার্থীদের 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদনের সময়সীমা
04/09/2023 এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন। প্রিন্টেড ফর্মটি জমা দেওয়ার শেষ দিন 05/09/2023।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 BECIL এ গ্রুপ-C DEO পদের চাকরি, মাসিক বেতন 17 হাজার 498 টাকা
👉 রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে ভলেন্টিয়ার পদে চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 SAIL এর হাত ধরে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি, বেকার ছেলে মেয়েদের চাকরির সুযোগ
👉 ECIL এ ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
👉 রেলের কোচ ফ্যাক্টরিতে চাকরি ২০২৩, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন চলছে