রাজ্য মৎস্য উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট 15 টি শূন্যপদ রয়েছে। এখানকার নিয়োগটি চুক্তিভিত্তিক ধরণের। রাজ্যের সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 2882/A/FI-99/56/2023
নোটিশ প্রকাশ- 17.10.23
যে পদে নিয়োগ করা হবে
1. এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার / Executive Engineer (Electrical)
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে। সাথে 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 62 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- মাসিক 35,000 টাকা বেতন দেওয়া হবে।
2. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার / Assistant Engineer (Electrical)
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 62 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- মাসিক 28,000 টাকা বেতন দেওয়া হবে।
3. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার / Assistant Engineer (Civil)
শূন্যপদ- 5 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং এ চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 62 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- মাসিক 28,000 টাকা বেতন দেওয়া হবে।
4. সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার / Sub Assistant Engineer (Electrical)
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 62 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- মাসিক 25,000 টাকা বেতন দেওয়া হবে।
5. সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার / Sub Assistant Engineer (Civil)
শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 62 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- মাসিক 25,000 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।
নিয়োগের সময়সীমা
1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে এখানে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের রাজ্য সরকারের ফিশারি ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শেষ হবে- 14.11.2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ভারত ইলেকট্রনিক্স সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, মাসিক বেতন 40 হাজার টাকা
👉 রাজ্যের স্কুলে শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগ! লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
👉 ইন্টারভিউয়ের মাধ্যমে SAIL এ চাকরির বিজ্ঞপ্তি, 50 হাজার টাকা মাসিক বেতন
👉 প্রধানমন্ত্রী লাইব্রেরীতে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 ৫ হাজার শূন্যপদে WBPSC এর মাধ্যমে ক্লার্কশিপ এর চাকরি, শুরু হলো নিয়োগের প্রস্তুতি